পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস চালু করার জন্য ইতিমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছিল বিধানসভায়। সেই মত বিল এখনও বের হয়নি। তার আগেই বিধানসভায় পশ্চিমবঙ্গের ‘রাজ্য সঙ্গীত’এর প্রস্তাব পেশ হতে চলেছে বিধান সভায়। পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পয়লা বৈশাখ দিনটিকে মনোনীত করা হয়েছে, যদিও তা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে ‘রাজ্য সঙ্গীত’ কী হতে পারে তা এখনও কিছু ঠিক হয়নি।
বাংলার নিজস্ব কোনও গানকেই ‘রাজ্য সঙ্গীত হিসেবে বেছে নেওয়া হবে। সেই মত কিছু গান নিয়ে তালিকা তৈরি হয়েছে এখনও পর্যন্ত। এখন ভারতের প্রায় সব কটি রাজ্যেই রাজ্য সঙ্গীত আছে। যে গান রাজ্যের মানুষ নিজের সঙ্গে আত্তস্থ করতে পারবেন সেই রকমই একটি গান বেছে নেওয়া হবে।
২০১২ সালে বিহারের রাজ্য সঙ্গীত হিসেবে গৃহীত হয়, ‘’মেরে ভারত কে কণ্ঠহার’’। ২০২০ সালে ওড়িশার রাজ্য সঙ্গীত হিসেবে গৃহীত হয়, ‘’বন্দে উৎকল জননী’’। অসমের রাজ্য সঙ্গীত, ‘’ও মুর আপুনার দেশ’’। এছাড়াও ছত্তিসগড়, কর্ণাটক, গুজরাত, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, মহারাষ্ট্র সব রাজ্যগুলিরই রাজ্য সঙ্গীত রয়েছে।
ঠিক সেই রকম একটি রাজ্য সঙ্গীত চালু করার প্রস্তাব আসতে চলেছে পশ্চিমবঙ্গের জন্য। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘’বিভিন্ন রাজ্যের জন্য রাজ্য সঙ্গীত রয়েছে, পশ্চিমবঙ্গের কোনও রাজ্য সঙ্গীত নেই। একটি সঙ্গীত গোটা ভারতের জন্য প্রযোজ্য। পশ্চিমবঙ্গের যদি এমন কোনও রাজ্য সঙ্গীত হয়, সেটা ভালোই হবে।‘’ অর্থাৎ বোঝাই যাচ্ছে খুব শিগগিরি এই প্রস্তাব পেস হবে, এবং তা গৃহীত হবে এমন আশাও করাই যায়।