Home » জনপ্রিয় নীল ছবির ওয়েবসাইটের নাম পরিবর্তন

জনপ্রিয় নীল ছবির ওয়েবসাইটের নাম পরিবর্তন

পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ নীল ছবির দুয়িনায় অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট পর্ণহাব PornHub। তবে এই সংস্থার মূল কোম্পানির নাম MindGeek। সেই কোম্পানিরই নাম পরিবর্তন হতে চলেছে Aylo। কোম্পানির মতে এবার প্রাপ্ত বয়স্কদের জন্য আরও নতুন আরও আনন্দদায়ক উপাদান থাকবে সাইটে। তবে PornHub শুধু নয়, MindGeek-এর আরও অনেক কটি সংস্থা রয়েছে। যেমন- Brazzers, Trans Angles, Men.com, Nataku।

MindGeekকে নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল তার থেকে বেরনোর জন্যই এই নতুন নামকরণ বলে মনে করা হচ্ছে। প্রাপ্ত বয়স্কদের এই সাইটে নানা ধরণের শিশু নির্যাতন সংক্রান্ত উপাদান থাকায় বিতর্ক শুরু হয়েছে অনেকদিন থেকেই। এই বিতর্ক থেকে মুক্তি পেতেই এই নতুন পদক্ষেপ নিয়েছে কোম্পানি। এই বিতর্কের মাঝে গত বছর সিইও ফেরাস অ্যান্তুন ও চিফ অপারেটিং অফিসার ডেভিড টাসিলো পদত্যাগ করেন। সব মিলিয়ে সমস্ত রকম প্রতিকুলতা কাটিয়ে উঠতেই চায় কোম্পানি।

তবে এই নতুন আয়লো সাইট আগের থেকে অনেক বেশি মুচমুচে হতে চলেছে বলে দাবী কোম্পানির। এখন থেকে এই সাইট থেকে ক্রিয়েটাররাও উপার্জন করতে পারবে। সেটা নতুন ভাবে সংগঠিত হবে হবে বলেই জানাচ্ছে এই সংস্থা। কোম্পানির তরফে আরও বলা হয়েছে আয়লো শব্দের কোনও নির্দিষ্ট মানে নেই। অভিধান খুজেও এই নামের কোনও মানে পাওয়া যায়নি। প্রযুক্তিগত এবং উপাদানগত দিক থেকে আগের থেকে অনেক বেশি উন্নত হতে চলেছে এই আয়লো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!