বৈশালী মণ্ডলঃ এই রকম নিউজ মনে হয় আপনারা আগে কোথাও শোনেননি হ্যাঁ প্রকাশ্য রাস্তায় নগ্ন হয়ে সাইকেল চালালেন প্রায় কয়েকশো মানুষ। এদের কারোর গায়ে রঙ করা তো কারোর শরীর রংবিহীন। এই প্রতিবাদটির উদ্দেশ্য ছিল যারা সাইকেল চালান তাদের সুরক্ষার জন্য সচেতনতা ছড়িয়ে দেওয়া। এছাড়াও মানুষকে বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতন করা।

এই অভিনব প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া প্রত্যেকেই নগ্ন ছিলেন। কেউ কেউ বিভিন্ন রং দিয়ে নিজেদের শরীর এঁকেছিলেন কেউ তাও করেননি।এই নেকেড বাউক রাইড শুরু হয়েছিল ২০০৪ সালে। শুধু ইংল্যান্ড নয় আমেরিকা, মেক্সিকো, মাদ্রিদ, টরন্টোর মতো আরও অন্যান্য জায়গার মানুষ এমন কর্মসূচিতে সামিল হয়ে থাকেন।

অবাক হলেও এই ন্যাকেড বাইক রাইড এক গুরুত্বপূর্ণ বার্তা দিতেই আয়োজিত হয়। মাত্রাতিরিক্ত হারে বেড়েছে গাড়ির ব্যবহার যার প্রভাব পড়ছে পরিবেশের উপর আর এর ফলে পরিবেশ বাঁচাতে গাড়ির বদলে সাইকেলের ব্যবহার বৃদ্ধি করাই এই উদ্যোগের কারণ। সাইকেল চালালে জীবাশ্ম জ্বালানির ব্যবহারও কম হবে।

নীচে দেওয়া হল তার ই ভিডিও লিঙ্কঃ