ভারতীয় চলচিত্র জগতে প্রদীপ সরকার নাম ,আজ যথেষ্ট পরিচিত । পরিণীতা , একলব্য , লাগা চুনরি মে দাগ , লাফাঞে পারিন্দে , মারদানি ইত্যাদি কাজেই তার পরিচয়। এবার সেই প্রদীপ সরকারের নতুন কাজ ”নটী বিনোদিনী” শুরু হতে চলেছে খূব তাড়াতাড়ি । ”নটী বিনোদিনীর” মূল চরিত্রে অভিনয়য় করতে দেখা যাবে বলিউডের অন্যতম বিতর্কিত নায়িকা কঙ্গোনা রানাওয়াত কে । প্রদীপ সরকার এ বিষয়ে মূখ না খুললেও স্বয়ং কঙ্গোনা রানাওয়াত তার টূঈটে ঊল্লেখ করেছেন এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি দারুণ আনন্দিত ।