সুত্রের তথ‍্য অনুযায়ী, আজ সকালে লেখক সুজন দাশগুপ্তের মৃতদেহ পাওয়া যায় তার ফ্ল‍্যাটে। সম্প্রতি তার লেখা রহস‍্য গল্প নিয়ে তৈরী হয়েছিল “একেন বাবু” যা আপামোর বাঙালির কাছে ছিল খুব প্রিয়।

মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পুলিশ পৌছে গেছে ঘটনাস্থলে।

#Breaking #Shortnews