Home » প্লাস্টিক গ্রাস করছে প্রবিত্র দেবভূমি কেদারনাথের মতো স্থান কে

প্লাস্টিক গ্রাস করছে প্রবিত্র দেবভূমি কেদারনাথের মতো স্থান কে

বৈশালী মণ্ডলঃ পুরানে কথিত আছে কৈলাস দেবত্ব বাতাস কেদারনাথ আসে এই দেবত্ব ভূমিতে পা দিলেই আপনি মহাদেব কে অনুভব করবেন কিন্তু এই দেব ভূমিতেই সারাদেশে যত বেশি তীর্থযাত্রীদের মনে ভ্রমণের ইচ্ছা আনন্দ বেড়েছে ততো বেশি দূষিত হয়েছে এবং হচ্ছে প্রকৃতির কোলে তৈরি হওয়া পবিত্র স্থান গুলি এই পবিত্র স্থান গুলির মধ্যে দেব ভূমি কেদারনাথ নামটিও আছে বলতে খুব খারাপ লাগে মানুষ কবে সচেতন হবে?

মানুষের ভিড় দূষিত করছে বহু সুন্দর জায়গা এবং এখনো করে চলেছে জানা গিয়েছে যখন ভক্তরা চারধাম যাত্রা শুরু করে ভির বাড়িয়েছেন তখন থেকে প্লাস্টিক বর্জ্য পদার্থের আবর্জনার স্তুপ জমতে শুরু হয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন হঠাৎ বন্যা এবং ভূমিধসের প্রবণ অঞ্চল দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে.

কেদারনাথের মতো সংবেদনশীল জায়গায় যেভাবে প্লাস্টিকের আবর্জনা জমা হয়েছে তা আমাদের পরিবেশের জন্য বিপজ্জনক। এটি ভাঙনের দিকে নিয়ে যাবে যা ভূমিধসের কারণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!