গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে প্রদত্ত ঋণের পরিমান ১১ শতাংশ বেড়ে হয়েছে ৯৭,৭৮৭ কোটি টাকা
গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে মোট আমানতের পরিমান ২১ শতাংশ বেড়ে হয়েছে ১,০২,২৮৩ কোটি টাকা
গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে হাউসিং
ফিন্যান্স বৃদ্ধি পেয়েছে ২৮ শতাংশ
কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) অনুপাত রয়েছে ৩৬.৪ শতাংশে • মোট আমানত-এর মধ্যে রিটেল ব্যবসার পরিমাণ ৬৯ শতাংশ
কলকাতা, ২০ জানুয়ারী, ২০২৩: বন্ধন ব্যাঙ্ক বর্তমান ২০২২-২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল আজ ঘোষণা করল। সাত বছরের কার্যকালে ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমান দুই লক্ষ কোটি টাকার মাইলফলক অতিক্রম করলো। অনুকূল কাজের পরিবেশের উন্নতির সাথে এবং ডিস্ট্রিবিউশনে উন্নতির মাধ্যমে ব্যাঙ্ক এই ত্রৈমাসিকে তার প্রভূত ব্যবসায়িক উন্নতির ধারা অব্যাহত রাখতে পেরেছে।
৩১শে ডিসেম্বর, ২০২২ অবধি বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা (আমানত ও ঋণ) গত আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে ১৬ শতাংশ বেড়ে হয়েছে ২,০০,০৭০ কোটি টাকা। ভারতবর্ষের ৩৬টির মধ্যে ৩৪টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে থাকা মোট ৫,৭২৩ টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ২.৮৬ কোটি গ্রাহককে পরিষেবা দেয় বন্ধন ব্যাঙ্ক। বর্তমানে বন্ধন ব্যাঙ্কের মোট কর্মী সংখ্যা ৬৬,০001
বন্ধন ব্যাঙ্কের আমানতের পরিমান গত আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের সমকালে ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট আমানতের পরিমান ১,০২,২৮৩ কোটি টাকা। বর্তমানে মোট আমানতের মধ্যে কাসা অনুপাত হল ৩৬.৪ শতাংশ। গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে গ্রাহকদের প্রদত্ত ঋণের তুলনায় চলতি অর্থবর্ষের সমকালে প্রদত্ত ঋণের পরিমান ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট প্রদত্ত ঋণের পরিমান ৯৭,৭৮৭ কোটি টাকা।
ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে, বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে সিএআর এখন ১৯.১% শতাংশ, যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।
বন্ধন ব্যাঙ্ক এসএমই লোন, গোল্ড লোম, পার্সোনাল লোন এবং গাড়ির লোনের মতো ক্ষেত্রে নিজের পোর্টফোলিও বিস্তার করে চলেছে। কমার্শিয়াল ভেহিকেল লেন্ডিং এবং লোন এগেইনস্ট প্রোপার্টি এর মতো নতুন নতুন ক্ষেত্রেও ব্যাঙ্ক ব্যবসা সম্প্রসারণ করছে।
ব্যাঙ্কের আর্থিক ফলাফল প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শ্রী চন্দ্রশেখর ঘোষ বলেন, “চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে গত অর্থবর্ষের সমকালের তুলনায় প্রভূত ব্যবসায়িক উন্নতি হয়েছে। ব্যাঙ্ক তার প্রোডাক্ট পোর্টফোলিও বিস্তারের মাধ্যমে আরও বেশি করে সব শ্রেণীর কাস্টোমারদের প্রয়োজন মেটাতে এগিয়ে চলেছে। ব্যাঙ্ক তার উন্নতির পরবর্তী ধাপে পৌঁছনোর লক্ষ্যে সঠিক বহুমুখীকরণ পন্থাতেই অবিচল রয়েছে। আমরা কোটি কোটি দেশবাসীর বিশ্বাস অর্জন করতে পেরে ভাগ্যবান এবং আমরা তাঁদের স্বপ্ন পূরণের যাত্রায় অংশীদার হতে সদা সচেষ্ট থাকবো।”
About Bandhan Bank:
Bandhan started in 2001 as a not-for-profit enterprise that stood for financial inclusion and women empowerment through sustainable livelihood creation. It turned into an NBFC a few years later but the core objective remained financial inclusion. When Bandhan Bank started operations on August 23, 2015, it was the first instance of a microfinance entity transforming into a universal bank in India. On the day of the launch itself, Bandhan Bank started with 2, 523 banking outlets.
Bandhan Bank is driven by a constant desire to serve better. It offers world-class banking products and services to urban, semi-urban and rural customers alike. In the last few years of operations, Bandhan Bank has spread its presence to 34 of the 36 states and union territories in India with 5,723 banking outlets serving 2.86 crore customers.
With its experienced management, diversified team and well-entrenched distribution, Bandhan Bank is well-poised to meet the aspirations of its customers and stakeholders.