বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের ওপরে কবিতা লিখলেন রাজ‍্য বিজেপির অন‍্যতম নেতা স্বরুপ চট্টোপাধ্যায়। কবিতার নাম – হীরকের দেশ।

এ বিষয়ে তিনি আমাদের জানালেন রাজ‍্যে হিংসা, অরাজকতা, দূর্নীতি চলছে, খনু, জখম, বোমা গুলি চলছে সেটা দেখে খুব হতাশ এবং পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে লজ্জা লাগছে।

রাজনীতিবিদ ও কবি স্বরুপ চট্টোপাধ্যায়

 

যেখানে একজন নারী মূখ্যমন্ত্রী হয়েও রাজ‍্যে নারীরা সুরক্ষিত নয়। এমনকি তার আমলে তার নিজের দলের কর্মীরাও সুরক্ষিত নয়। যারা ভারতপ্রেমী হবে, সে সংখ্যা লঘুই হোক বা সংখ‍্যা গরিষ্ঠ হোক তারাই আজ রাজ‍্যের শত্রু। অথচ আজ যারা পাকিস্তান প্রেমি, পাকিস্তানের পতাকা তোলেন, বাংলাদেশের স্লোগান বলেন বা মিনি পাকিস্তান বলেন তারা আজ মন্ত্রী হচ্ছেন।

আর মেধার কোন দাম এ রাজ‍্যে নেই। যারা যোগ‍্য তারা রাস্তায় বসে আন্দোলন করছেন। যারা অযোগ্য তারা একটি দল কে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেছে। এই সব দেখেই মানুষ হিসাবে যা অনুভূতি জেগেছে সেটাই কবিতার মাধ্যমে প্রকাশ করেছি।

আপনাদের জন‍্য রইলো রাজনীতিবিদ ও কবি স্বরুপ চট্টোপাধ্যায়ের কবিতার ভিডিও।