গতকাল বলিউড অভিনেতা ও নায়ক বরুন ধাওয়ান এসেছিলেন কলকাতায় তার আগামী ছবি “ভেড়িয়া” র প্রচারে। কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারী ৫তারা হোটেলে ছিল তার সাংবাদিক সম্মেলন। সাথে ছিলেন অভিনেত্রী ও নায়িকা কৃতি শ‍্যানন। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কলকাতা চলচ্চিত্র জগতের সকলের গডফাদার স্বয়ং বুম্বা দা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আজ কিছুক্ষন আগে বুম্বা দা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার নিজের টুইটার অ‍্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে বরুন ধাওয়ান বুম্বা দার আগামী ছবি “প্রসেনজিৎ ওয়েডস রিতুপর্না” র মুল গানের সাথে তালে তালে পা মেলাচ্ছেন এবং সাথে বুম্বাদা রয়েছেন।

 

“প্রসেনজিৎ ওয়েডস রিতুপর্না”র জন‍্য সত‍্যি এটা একটা দারুনচমকের প্রমোশন তা মানতেই হবে। তবে আপাতত আপনাদের জন‍্য রইলো সেই ভিডিওর সরাসরি লিঙ্ক।