
বিখ্যাত লেখক সালমন রুশদি গতকাল যুক্ত রাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি অনুষ্ঠানে মঞ্চে আমন্ত্রিত বক্তব্য রাখছিলেন , সেই সময় অনুষ্ঠানে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান একজন ব্যাক্তি হঠাৎ করেই রুশদি-র দিকে এগিয়ে গিয়ে প্রথমে ঘুসি ও তার সাথে চুরি দিয়ে বার বার আঘাত করতে থাকে। সাথে সাথেই নিরাপত্তারক্ষী সহ অনুষ্ঠানের অনান্য ব্যাক্তিরা আক্রমন কারী কে আটক করে রুশদি কে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করেন।
সুত্র মারফত জানা যায় রুশদির ঘাড়ে গভীর চোট দেখতে পেয়েছেন চিকিৎসকরা , রুসদির অবস্থা স্থিতিশীল হলেও তিনি এই মুহূর্তে কথা বলতে পারছেন না ।
‘দ্য স্যাটানিক ভার্সেস’ বই টি লেখার পর থেকেই বার বার ধমকি পেয়েছিলেন রুশদি। ‘দ্য স্যাটানিক ভার্সেস বই টি তে রুশদি মুসলিম রা কি ভাবে তাদের ধর্ম কে অবমাননা করে সেটি বর্ণনা করেছিলেন।
Leave a Reply