Headlines
Home » ‘ভ‍্যালেন্টাইন ডে’-তে জলের নিচে, দীর্ঘ চুম্বনের বিশ্ব গিনেস রেকর্ড।

‘ভ‍্যালেন্টাইন ডে’-তে জলের নিচে, দীর্ঘ চুম্বনের বিশ্ব গিনেস রেকর্ড।

গতকাল, ‘ভ‍্যালেন্টাইন ডে’-তে জলের নিচে, দীর্ঘ চুম্বনের বিশ্ব গিনেস রেকর্ড সৃষ্টি করলেন দক্ষিন আফ্রিকার বেথ নিল ও কানাডার মাইলস  ক্লোটিয়ার। গতকাল তারা একটি সুইমিং পুলের জলের নিচে দীর্ঘ 4 মিনিট 6 সেকেন্ডের স্মুচ টি করে এই বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন।

এর আগে তারা, 13 বছর আগে, ইতালির একটি টিভি শো তে, 3 মিনিট 24 সেকেন্ডের একটি রেকর্ড সৃষ্টি করেছিলেন যা গতকাল তারাই ভেঙ্গে দেন।

বেথ নিল ও ভাইলস ক্লোটিয়ার দুজনেই পেশায় ডুবুরি। তারা তাদের দেড় বছরের মেয়ে নেভের সাথে দক্ষিন আফ্রিকায় বসবাস করেন।

আপনাদের জন‍্য রইলো সেই ভিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!