Home » মুখোমুখি বিজেপি নেতা স্বরূপ চট্টোপাধ্যায়, আবারো তোপ দাগালেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

মুখোমুখি বিজেপি নেতা স্বরূপ চট্টোপাধ্যায়, আবারো তোপ দাগালেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

বর্তমানে রাজ্যের এরকম বেহাল পরিস্থিতি নিয়ে আবারো তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগালেন বিজেপি নেতা স্বরূপ চট্টোপাধ্যায়। তাকে দেখা গেছে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সাথে দেখা করতে যেতে, তাদের পাশে দাঁড়াতে। স্বরূপ চট্টোপাধ্যায়ের কথায়, ” হীরক রানীর দেশে চাকরি গেছে চুরি”। পুরো রাজ্যটা চুরি কেলেঙ্কারিতে ভরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছ থেকে এত চুরির টাকা এত চাকরি চুরি এই সমস্ত বিষয়ও তিনি শুধুমাত্র তৃণমূলের দিকে আঙুল তুলেছেন, এমনকি বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও যে খুব একটা সক্রিয় নন সেটাও শোনা যায় স্বরূপ চট্টোপাধ্যায়ের মুখে। প্রায়

 

৬০০-৭০০ দিন পার হয়ে যাওয়ার পরেও আন্দোলনরত চাকরিপ্রার্থীদের পাশে কেন মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন না,কেন যোগ্যরা চাকরি পাচ্ছেন না, কেন চাকরি নিয়েও এরকম টাকার খেলা চলছে, এই প্রশ্নও তুলেছেন স্বরূপ চট্টোপাধ্যায়। তার দৃঢ় বিশ্বাস যে তারা অর্থাৎ বিজেপি যদি রাজ্যের ক্ষমতায় আসেন তবে যে সমস্ত চাকরি টাকা দিয়ে পাওয়া গেছে সেই সমস্ত চাকরি তো যাবেই, এমনকি যে সমস্ত নেতার ছেলেমেয়েরা এত এত টাকা ঢেলে চাকরি হাতিয়েছেন, তাদের সকলের চাকরি যাতে ছিনিয়ে নেওয়া হয় এই দাবিও জানিয়েছেন স্বরূপ চট্টোপাধ্যায়। এমনকি সকল জনগণের উদ্দেশ্যে এই আশ্বাস দিয়েছেন যে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে যোগ্যতার ভিত্তিতে চাকরি নির্ধারণ করবেন। এমনকি পঞ্চায়েত ভোটের আগে সমস্ত জায়গার থেকে যেভাবে বোমা অস্ত্র সমস্ত কিছু পাওয়া যাচ্ছে ভোটের সময় চারপাশে যেভাবে রক্তক্ষয় দেখা যাচ্ছে, তার আশ্বাস দিয়েছেন যে এবারে ভোট গণনার দিন তাদের শান্তিপূর্ণ ভোট হবে এমনকি তারা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে পারবেন এবং সকল জনগণের পাশে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!