আজ সকালেই ভারতের অন্যতম বিখ্যাত কমেডিয়ান দিল্লির এইমসে প্র‍য়াত হন। রাজু শ্রীবাস্তব কমেডিয়ান ছারাও দেশের বহু নেতা মন্ত্রী কে তাদের মিমিক্রি করে মনরঞ্জন করেছিলেন , তাদের মধ্যে অন্যতম ছিলেন লালু প্রসাদ। আজ তাঁর ম্রত্যু তে ভারতের সংসদ সভায় নেমে আসে নিরবতা । যেখানে সারাদিন চলে নানান বিষয় নিয়ে তর্ক বিতর্ক, নালিশ, অভিযোগ ,কাদা ছোড়াছুঁড়ি সেখানেই আজ দলমত নির্বিশেষে সকলে নিরবতা পালন করছেন । একজন প্রকৃত শিল্পীর সম্মান এখানেই । তিনি জাতি, দল নির্বিশেষে তাঁর মেধার মাধ্যমে এক করতে পেরেছিলেন । ভারতের অন্যতম জাতীয় সংবাদ সংস্থা  ANI সেই দৃশ্যই টূইট করেছেন ।