শতবর্ষে মৃনাল সেন কে শ্রদ্ধা জানাতে আসছে “পালান”, কৌশিক গাঙ্গুলীর ছবি।

দেখতে দেখতে ৪০ বছর হয়েগেল, বাংলা চলচ্চিত্রের অন‍্যতম মহীরুহ পরিচালক মৃনাল সেন পরিচালিত “খারিজ”। এ বছর স্বর্গীয় পরিচালক মৃনাল সেনের জন্মশত বর্ষ, আর এই কারনেই গত বছর পরিচালক কৌশিক গাঙ্গুলী, স্বর্গীয় পরিচালকের তৈরী (১৯৮২) “খারিজ” কে নতুন রুপে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। তবে বলা যেতেই পারে খারিজের সিকুয়াল হিসাবেই।

খারিজের চরিত্র অঞ্জন ও মমতা সেনের এখন বয়স হয়েছে। তাদের ছেলে পুপাই এখন বিয়ে করেছে। থাকে কলকাতার এক জরাজীর্ণ বাড়িতে। অভিনেতা যীশু সেনগুপ্তকে দেখা যাবে পুপাই ও অভিনেত্রী পাওলী দাম কে দেখা যাবে পুপাইয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে।

আজ কিছুক্ষন আগে, পরিচালক কৌশিক গাঙ্গুলী তার সামাজিক মাধ‍্যমে এই ছবির প্রথম টিজার শেয়ার করে জানান, স্বর্গীয় পরিচালক মৃনাল সেনের জন্ম শতবর্ষে আমাদের শ্রদ্ধাঞ্জলি স্বরুপ “পালান” আসছে ১৯শে মে, ২০২৩

আপনাদের জন‍্য রইলো সেই টিজারের অসম্পাদিত লিঙ্ক।