Home » শতবর্ষে হেমন্ত কুমার মুখোপাধ্যায়

শতবর্ষে হেমন্ত কুমার মুখোপাধ্যায়

বৈশালী মণ্ডলঃ সংগীতের ঈশ্বর শিল্পী হেমন্ত কুমার মুখোপাধ্যায় জন্ম ১৬ ই জুন ১৯২০ সালে তার মাতৃ মহের বাড়ি বারাণসীতে মাতা একজন বিশিষ্ট শীর্ষস্থানীয় চিকিৎসক এবং পিতা দক্ষিণ ২৪ পরগনার জয়নগর নিবাসী।

তার জীবনের পদযাত্রা শুরু বিশ শতকের প্রথমার্ধে সেখানেই তার বড় হওয়া প্রথমে নাসির উদ্দিন স্কুল এবং পরবর্তীতে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে পড়াশোনা করেছিলেন।সেখানেই তার সঙ্গে পরিচয় হয় সুভাষ মুখোপাধ্যায়ের, যিনি পরবর্তীকলে বাংলার স্বনামধন্য কবি হয়েছিলেন। ওই সময়কালে বিশিষ্ট লেখক সন্তোষকুমার ঘোষ মহাশয়ের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। ওই সময়ে হেমন্ত ছোটো গল্প লিখতেন, সন্তোষ কুমার কবিতা লিখতেন এবং সুভাষ মুখোপাধ্যায় গান গাইতেন।

কিংবদন্তি বাঙালি কণ্ঠ সংগীতশিল্পী সঙ্গীত পরিচালক এবং প্রযোজক ছিলেন হিন্দি সংগীত জগতে হেমন্ত কুমার নামে খ্যাত ছিলেন তিনিই বাংলা হিন্দি এবং বহু অন্যান্য ভারতীয় ভাষায় গানের গলা দেন।

তিনি জাতীয় শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক বিভাগের দুবার জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার সহ অসংখ্য দেশি ও বিদেশি পুরস্কারের তাকে সম্মান জানানো হয়।

রবীন্দ্রসঙ্গীতে সর্ব শ্রেষ্ঠ শিল্পী ছিলেন হেমন্ত কুমার মুখোপাধ্যায় নানামুখী গানে আর কোন শিল্পী তার সংস্পর্শে হতে পারেননি তাকে সংগীত জগতে সংগীতের ঈশ্বর বলে আখ্যা দেওয়া হয়।

রবীন্দ্রসঙ্গীতে সর্ব শ্রেষ্ঠ শিল্পী ছিলেন হেমন্ত কুমার মুখোপাধ্যায় নানামুখী গানে আর কোন শিল্পী তার সংস্পর্শে হতে পারেননি তাকে সংগীত জগতে সংগীতের ঈশ্বর বলে আখ্যা দেওয়া হয়

তার প্রাপ্ত পুরস্কারের তালিকাঃ

 • ১৯৭০:পদ্মশ্রী(অস্বীকৃতি)
 • ১৯৮৭:পদ্মভূষণ(অস্বীকৃতি)
 • ১৯৫৬: ফিল্মফেয়ার বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড: নাগিন
 • ১৯৭১: ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার: নিমন্ত্রণ
 • ১৯৮৬: ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার: লালন ফকির
 • ১৯৬২: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড স্বরলিপি – বিজয়ী
 • ১৯৬৩: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড (হিন্দি); বিস সাল বাদ – বিজয়ী
 • ১৯৬৪: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড পলাতক – বিজয়ী
 • ১৯৬৭: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড মণিহার – বিজয়ী
 • ১৯৬৮: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড বালিকা বধূ – বিজয়ী
 • ১৯৭৫: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড ফুলেশ্বরী – বিজয়ী
 • ১৯৮৬: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড ভালোবাসা ভালোবসা – বিজয়ী
 • ১৯৮৭: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড পথভোলা – বিজয়ী
 • ১৯৮৮: বিএফজেএ বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড আগমন – বিজয়ী
 • ১৯৭২: বিএফজেএ বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ড ধন্যি মেয়ে – বিজয়ী
 • ১৯৭৫: বিএফজেএ বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ড ফুলেশ্বরী – বিজয়ী
 • ১৯৭৬: বিএফজেএ বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ড প্রিয় বান্ধবী – বিজয়ী
 • ১৯৮৫: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক সাম্মানিক ডি.লিট
 • ১৯৮৬: সংগীত নাটক আকাদেমি পুরস্কার
 • ১৯৮৯: মাইকেল মধুসূদন পুরস্কার
 • ১৯৭১: প্রথম ভারতীয় গায়ক হিসেবে হলিউডের সিনেমায় নেপথ্য কন্ঠ দান ও আমেরিকা সরকার কর্তৃক বাল্টিমোর এর নাগরিকত্ব লাভ
 • ২০১২: বাংলাদেশের স্বাধীনতা মৈত্রী পুরস্কার (মরণোত্তর)

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  Click to Go Up
  error: Content is protected !!