Home » শুটিংয়ের মাঝেই অসুস্থ নায়িকা কেমন আছেন?

শুটিংয়ের মাঝেই অসুস্থ নায়িকা কেমন আছেন?

বৈশালী মণ্ডলঃ সম্প্রতি হায়দরাবাদে নিজের আপকামিং ছবি ‘প্রজেক্ট কে’র শুটিং নিয়ে ব্যস্ত দীপিকা। সেখানেই আচমকা শারীরিক ভাবে অসুস্থ বোধ করেন তিনি। শুটিং ফ্লোরে উপস্থিত সদস্যদের জানান, অস্বস্তির কথা তার শারীরিক পরীক্ষার পর চিকিত্‍সকরা জানান, চিন্তার বিশেষ কারণ নেই।

তাঁর হার্টবিট দ্রুত চলছে। বুক ধড়ফড় করছে। সেই কারণেই অস্বস্তি বোধ করছেন তিনি। তবে চিকিত্‍সকরা চিকিত্‍সার পরই তাঁকে ছেড়ে দেন।ইতিমধ্যেই শুটিং সেটেও ফিরেছেন তিনি।

তবে জানা গিয়েছে, বর্তমানে সুস্থই আছেন রণবীরপত্নী।

দিন কয়েক আগেই কিংবদন্তি টেনিসতারকা প্রকাশ পাড়ুকোনের জন্মদিনে তিরুপতি মন্দিরে  পুজো দিতে গিয়েছিলেন মেয়ে দীপিকা। বাবার পাশাপাশি সঙ্গে ছিলেন পরিবারের অন্য সদস্যরা। তারপরই হায়দরাবাদে যোগ দেন শুটিংয়ে। ‘প্রজেক্ট কে’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে।

শাহরুখ খানের আপকামিং ছবি ‘পাঠান’-এও অভিনয় করছেন দীপিকা। এছাড়া হৃতিক রোশনের ‘ফাইটার’ ছবিতেও দেখা যাবে  বিউটি ক্যুইনকে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Click to Go Up
    error: Content is protected !!