বলা যেতে পারে সভ‍্যতার পর থেকেই মানুষ নীজের জীবন কে সহজ থেকে সহজতর করে তুলেছে তার বুদ্ধি ও প্রযুক্তি কে কাজে লাগিয়ে। শুরুটা ছিল পাথর ঘষে আগুন আবিস্কার থেকে। তখন তো পঠন পাঠন ছিলোনা। তাই বলা যেতেই পারে মানুষের বুদ্ধি আর প্রযুক্তি মিশে গেলে অনেক অসাধ‍্য কাজ সাধন হতে পারে।

আমরা আমাদের পাশাপাপাশি এলাকায় দেখেছি যে কোন বহুতল নির্মিয়মান কর্মক্ষেত্রে ইট বালি সিমেন্ট মিস্ত্রি দের অনেক কষ্ট করে বহুতলের ওপরে নিয়ে যেতে। বাধ্য হয়ে এই কাজে নিযুক্ত করতে হয় একাধিক শ্রমিক যা সময় সাপেক্ষ ও খরচা বহুল।

কিন্তু এবার সেই সমস‍্যার সমাধান করলেন জনৈক এক মিস্ত্রি। ঘটনাটি কোথাকার তা জানা যায়নি তবে ইতিমধ্যে নেটিজেন দের অবাক করেছে এই ভিডিও টি।

ভিডিও টিতে দেখা যাচ্ছে, জনৈক ব‍্যাক্তি একটি বাজাজ স্কুটার কে সামান্য যান্ত্রিক পরিবর্তন করে সেটি কে অটোমেটিক পুলিতে পরিবর্তন করে ফেলেচেন যা হয়তো বাজাজ কোম্পানি নিজেও কোনদিন ভাবতে পারেননি। এবং এই স্কুটারে বসেই অনায়াসে ভারী সিমেন্ট বালির বস্তা অনেক উপরে তুলে দিচ্ছেন শুধুমাত্র স্কুটারের এক্সিলেটরে হাত রেখেই।

দেখুন সেই ভিডিও।