অভিনেতা / অভিনেত্রী দের জীবন শুরুহয় অভিনয় দিয়ে হলেও, বেশিরভাগ অভিনেতা / অভিনেত্রী একটা সময়ের পর কেরিয়ারের চাকা ঘুরিয়ে রাজনীতিতে যোগদান করে নেতা বা নেত্রী হয়ে যান। এরকম উদাহরণ আমরা অনেক আগে থেকেই দেখেছি।
বিনোদন জগতে অন্যতম বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাউত। তিনি যতটাই বিখ্যাত তার অভিনয় দক্ষতা দিয়ে ঠিক ততটাই বিতর্কিত তার ঠোট কাটা মন্তব্যের জেরে।
বলিউডি এই নায়িকার কেরিয়ার গ্রাফ বলা যেতে পারে বিতর্ক দিয়েই তৈরী। বলিউডে বেশ কিছু অভিনেতা অভিনেত্রী দের সাথে তার সম্পর্ক এই কারনেই বেশ অম্লমধুর। শুধুমাত্র বলিউডেই শেষ নয়। তার হিন্দু কট্টরপন্থি, বিজেপি সমর্থিত রাজনৈতিক মন্তব্যের কারনেও তিনি অনান্য রাজনৈতিক দলের কটাক্ষের বিষয় বস্তু। তিনি, তার নানান বিতর্কিত মন্ত্যবের জেরেই সংবাদ মাধ্যমের শিরোনামে থেকেছেন বহুদিন থেকেই।
ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার বেশ কিছু দিন আগে থেকেই কঙ্গনা রানাউতের সুরক্ষার জন্য দিয়েছেন বিশেষ সুরক্ষা বাহিনী।
এই মুহুর্তের দেশের সব থেকে বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাউত ঠিক এমন টাই জানালেন একটি বেসরকারী টিভি চ্যানেলের সাক্ষাতকার অনুষ্ঠানে। কঙ্গনা জানান, যদি মানুষ চায় আর যদি বিজেপি তাকে টিকিট দেয়, তাহলে তিনি উত্তর প্রদেশের, মান্ডি জেলায় বিজেপির হয়ে ভোটে দাড়াবেন।
কঙ্গনা আজ ইচ্ছা প্রকাশ করলেন, এবার দেখা যাক ভারতীয় জনতা দল তার এই আবদার রাখেন কিনা।
अगर #HimachalPradesh के लोग और पार्टी चाहेगी कि मैं Mandi से खड़ी हूँ तो मुझे कोई आप्पति नहीं है : कंगना
पूरा वीडियो :https://t.co/ZNUZK9EwU6 #PanchayatAajTak | @rahulkanwal pic.twitter.com/2dEl4n2afo— AajTak (@aajtak) October 29, 2022