হ‍্যা ঠিকই শুনছেন বা পড়ছেন। আমরা অনেকেই আমাদের বাড়িতে শখে অ‍্যাকুয়ারিয়ামে নানান রকমের রঙীন মাছ পুষে থাকি যার মধ‍্যে গোল্ড ফিস অন‍্যতম। প্রায় লুচির মত পেট ফোলা এই মাছ কে চেনেন না এরকম মানুষ খুব কমই আছেন। প্রধানত কমলা রঙ ছাড়াও নানান রঙে এই মাছ দেখতে পাওয়া যায়। এই মাছ আমরা সাধারণত ৪/৫ ইঞ্চির বেশী বড় দেখিনি।

কিন্তু এই গোন্ড ফিস আজ বিশ্বের খবরের শিরোনামে আসে তখন যখন একজন বৃটিশ মৎস শিকারী ফ্রান্সের শ‍্যাম্পেনে সব থেকে বড় গোল্ড ফিস টি ধরে ফেলেন।

দানব আকৃতির এই গোল্ডফিস টির আনুমানিক ওজন ৩০ কেজি। এমন কি কমলা রঙের বলে এর নাম ক‍্যারট ( গাজর ) রেখেছিলেন এই বৃটিশ মৎস শিকারী। তিনি জানান আজ থেকে প্রায় ২০ বছর আগে তিনি শখে এই মাছটিকে আনেন, তখন মাছটি খুবই ছোট। নাম রেখেছিলেন “ক‍্যারট”।

বৃটিশ মৎস শিকারী, ব্রিট জ‍্যাসন ক্রাওলার আরো বলেন, এই মাছটি লেদার ক্রাপ ও কই এর হাইব্রিড প্রজাতির। তিনি কোন দিন আশাই করেননি “ক‍্যারট” কে আবার বড়শি তে ফিরে পাবেন।