Home » “ভটভটি” জনপ্রিয় হলেও, সঠিক ভাবে রিলিজ হয়নি। মুক্তির অপেক্ষায় “পারিয়া”। বাংলা বিনোদন জগতের অন্ধকার দিক গুলি নিয়ে আলোচনায় অভিনেতা পরিচালক তথাগত মুখার্জী।

“ভটভটি” জনপ্রিয় হলেও, সঠিক ভাবে রিলিজ হয়নি। মুক্তির অপেক্ষায় “পারিয়া”। বাংলা বিনোদন জগতের অন্ধকার দিক গুলি নিয়ে আলোচনায় অভিনেতা পরিচালক তথাগত মুখার্জী।

বাংলায় বেশ কিছু অঞ্চলের মানুষ এখন এটাই বিশ্বাস করতে শুরু করেছেন যে বাংলায় আর সিনেমা তৈরী হয়না। শুধুমাত্র সিরিয়াল হয়। কারন সেই সব অঞ্চলে সিঙ্গল স্ক্রীন হল আর একটিও নেই।
হ‍্যা এরকমই সাঙ্ঘাতিক তথ‍্য দিলেন আমাদের অভিনেতা পরিচালক তথাগত মূখার্জী।

তথাগত মূখার্জীর অভিনয়ের সাথে আমরা অনেকেই বহুদিন ধরেই পরিচিত। শৈশবে চপল ভাদুড়ীর সাথে অভিনয় দিয়ে শুরু। রবীন্দ্র ভারতীতে অভিনয় নিয়ে পড়াশোনা তার পর ২০০৮ সার থেকে অভিনয় জগতে কাজ শুরু। দীর্ঘ আট বছর চুটিয়ে অভিনয় করার পর পরিচালনায় মন দেন তথাগত মূখার্জী। এক আধটা নয়, ২০২৩-২৪ অবধি করে ফেলেছেন বেশ কিছু কাজ যা বিনোদন প্রিয় মানুষের কাছে বেশ সমাদৃত।

কিন্তু অভিনতা তথাগত মুখার্জী কে বাংলা বিনোদন প্রিয় মানুষ পরিচালক হিসাবে কতটা চিনতে পেরেছেন। তার অন‍্যতম সেরা পরিচালনায় তৈরী “ভটভটি”- জনপ্রিয় হলেও সঠিক ভাবে রিলিজ হয়নি। “পারিয়া” ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে আরো বেশ কয়কটি কাজ।

বাংলা বিনোদন জগতের চোখ ঝলকানো গ্ল‍্যামার দুনিয়ার পিছনের অন্ধকারাচ্ছন্ন বিষয় গুলি নিয়ে আলোচনা করলেন আমাদের সাথে। কি বললেন পরিচালক তথাগত মুখার্জী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!