কুশল দাশগুপ্ত : আজ পশ্চিমবঙ্গের রাজ্যপালকে স্মারকলিপি দিলেন গোর্খা জনজাতি মোর্চার প্রতিনিধিরা।আজ সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিজেদের দাবী দেওয়া নিয়ে একদফা স্মারকলিপি দেন গোর্খা জনজাতি মোর্চির সমর্থকেরা। রাজ্যপালকে তারা অনুরোধ করেন তিনি যেন তাদের আবেদন গুরুত্ব সহকারে দেখেন। রাজ্যপাল তাদের জানান তিনি তাদের আবেদন পড়ে এবং বিবেচনা করে তাদের জানিয়ে দেবেন। যদি কোন প্রয়োজন থাকে তবে তিনি তাদের কলকাতায় ডেকেও নিতে পারেন বলে জানান।
গোর্খা জনজাতি মোর্চার সদস্যরা রাজ্যপালকে খাদা এবং ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানান। রাজ্যপাল সিভি আনন্দ বোসে তাদের সবাইকে দুপুরের খাবারের আমন্ত্রন জানান। পরে রাজ্যপাল সাংবাদিকদের জানান পাহাড়ের মানুষের সমস্যা থাকতেই পারে। এবং তার সমাধানের দায়িত্ব থাকে আমাদের উপরেই। সেটা যদি আমরা করে দিতে পারি তবে সেটা হবে সবচাইতে আনন্দের বলে জানান রাজ্যপাল।এদিন রাজ্যপাল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে যান,তিনি সেখানে বেশ কিছূক্ষন সময় কাটান। পরে তিনি জানান পশু পাখিদের সাথে থাকতে তিনি ভালোবাসেন।