Home » স্কুল বাসেই লুকিয়ে ছিল বিশাল আকারের পাইথন

স্কুল বাসেই লুকিয়ে ছিল বিশাল আকারের পাইথন

স্কুল বাসেই লুকিয়ে ছিল বিশাল আকারের পাইথন । যে কোন রকম সাপ দেখতে পেলেই , সে তা নির্বিষ হোক বা বিষধর , মানুষের প্রান ওষ্ঠাগত হয়ে যায় । বিদেশী বেশ কিছু সিনেমা আমরা এরকম ঘটনা দেখেছি , যে সাপ তার সাধারন বসতি এলাকা ছেড়ে মানুষের বসতি এলাকায় বা যান বাহনে ঢুকে পড়েছে । কিন্তু সে সবই সিনেমার কল্পনা । কিন্তু এবার কল্পনা নয় একেবারে বাস্তব ।

 

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রায়বারেলি তে । একটি স্কুল বাসের ইঞ্জিনের ভীতর লুকিয়ে ছিল এক বিশাল আকারের পাইথন । যাকে আমরা অজগর বলেও জানি ।  পাইথন টি ছিল বেশ বড় মাপের । বিষ বিহীন এই সাপ সাধারণত তার শিকার কে জড়িয়ে ধরে তার দানবীয় শক্তি প্রয়োগ করে স্বাস রোধ করে হত্যা করে এবং তারপর তাকে আস্ত গিলে খায় । ঠিক যেমন টা দেখান হয়েছিল এনাকন্ডা সিনেমা তে । স্কুল বাসের চালক পাইথন টি কে দেখতে পেয়েই , স্কুল কতৃপক্ষ কে দ্রুত বিষয় টি জানায় এবং তারপর স্কুল কতৃপক্ষ বন বিভাগের কর্মীদের খবর দিলে তারাই এসে সাপ টিকে বাসের মধ্যে থেকে বের করেন ।

দেখুন সেই ভিদিও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!