Home » Mamata Banerjee: ‘স্লিম’ হতে ভারী শাড়ি পরতে চায় না মেয়েরা,’ বললেন মুখ্যমন্ত্রী!

Mamata Banerjee: ‘স্লিম’ হতে ভারী শাড়ি পরতে চায় না মেয়েরা,’ বললেন মুখ্যমন্ত্রী!

কলকাতাঃ এখন আর মেয়েরা খড়খড়ে শাড়ি পরতে খুব একটা স্বছন্দ্য নন। তাঁরা চান শাড়িতে যেন তাঁরা তন্বী হয়ে উঠুন। তাই নিজেদের স্লিম লাগার জন্য নরম বা হালকা শাড়িই বেছে নেন তাঁরা। তবে এটা আমরা বলছি না। বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর এই কথাতেই স্পষ্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ সিদ্ধ হস্তে সামলেও সিরিয়াল থেকে ফ্যাশন সবের খবর রাখেন তিনি। যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসায় কীভাবে নিত্য নতুন সংযোজন সেই প্রসঙ্গে এদিন মিষ্টি ব্যবসায়ীদের বোঝাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তখনই এ রাজ্যের শড়ি ব্যবসার বদলের কথা উল্ল্যেখ করেন মুখ্যমন্ত্রী।


পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির ‘মিলন উৎসব’-এর সভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী আরও বলেন,‘আগে বিষ্ণুপুরের বালুচরী শাড়ি ছিল খরখরে। কিন্তু এখন মেয়েরা খরখরে শাড়ি পরতে ভালবাসে না। শুধু মেয়েরা কেন, ছেলেরাও খরখরে পোশাক পছন্দ করে না। সবাই হালকা পরতে ভালবাসে। আমি বিষ্ণুপুরের শাড়িকে একেবারে পাতলা করে দিতে বলেছিলাম। এখন সেরকম পাতলা করে দিয়েছে, আরও ভাল লাগছে।’ এদিন মুর্শিদাবাদের শাড়িতেও বদল এসেছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য আজকালের মেয়েরা নাকি বিশেষ অনুষ্ঠান ছাড়া শাড়িই পরতে চান না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!