Home » Vishwakarma puja 2023: ১৭ নয়! ছক ভেঙে এবার ১৮-এ বিশ্বকর্মা পুজো, কেন ব্যাতিক্রম এ বছর?

Vishwakarma puja 2023: ১৭ নয়! ছক ভেঙে এবার ১৮-এ বিশ্বকর্মা পুজো, কেন ব্যাতিক্রম এ বছর?

সব উৎসবই তিথি অনুযায়ী এক এক বছর ইংরেজির এক এক তারিখে হয়। কিন্তু ব্যতিক্রম শুধু বিশ্বকর্মা পুজো। প্রতি বছর ইংরেজি সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ হয়ে আসছে এই পুজো। তবে এ বছর ব্যাতিক্রম। পুজো পড়েছে ১৮ তারিখ। কেন?

পঞ্জিকা মতে, এ বছর সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করার সময়ে শুরু হয়েছে উত্তরায়ণ। এদিনই ভাদ্র সংক্রান্তিতে হয় বিশ্বকর্মা পুজো। এর ঠিক আগেই বাংলা পঞ্জিকায় পাঁচটি মাসের উল্লেখ মেলে। এই পাঁচটি মাসের দিন সংখ্যাও বাঁধাধরা। মোট ১৫৬। কোনও বছর এই পাঁচ মাসের মধ্যে কোনওটা যদি ২৯ বা ৩২ দিনের হয়। তখনই বিশ্বকর্মা পুজোর দিন তিথি এগিয়ে বা পিছিয়ে যায়। যেমনটা হয়েছে এবছর।

বাঙালিরা ইতিমধ্যেই পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে শুরু করেছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার বৃষ্টির সম্ভবনা প্রবল। এদিন থেকেই মূলত শুরু হবে জোর কদমে পুজো কাউন্ট ডাউন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!