Home » Amrita Sher-Gil’s painting: প্রথম ভারতীয়, যার ছবির দাম উঠলো ৬০ হাজার কোটি টাকা

Amrita Sher-Gil’s painting: প্রথম ভারতীয়, যার ছবির দাম উঠলো ৬০ হাজার কোটি টাকা

একসময় ভারতীয় মহিলারা ছবি আঁকতে পারতেন না। বলা ভালো, তাদের মধ্যে ছবি আঁকার চল ছিল না। কিন্তু সেই সময় থেকেই একজন নারী জীবনকে কীভাবে দেখছেন তা ফুটিয়ে তুলেছিলেন তাঁর ছবির মাধ্যমে। আমরা কথা বলছ, ইন্দো হাঙ্গেরীয় বংশধ্ভূত অমৃতা শেরগিলকে নিয়ে।

তখন দেশ স্বাধীন হয়নি। সালটা ১৯৩৭। ‘দ্য স্টোরি টেলার’ নামের একটি পেইন্টিং এঁকেছিলেন অমৃতা। দিন কয়েক আগের একটি নিলামে সেই ছবির দামই উঠেছে ৬১.৪ কোটি টাকা। যা এই পর্যন্ত একটি রেকর্ড বটে! অমৃতা শেরগিলের এই ছবিটি ভারতীয় শিল্পী দ্বারা নিলামে অর্জন করা সর্বোচ্চ মূল্য। ছবির বিষয়বস্তু জীবনের নানা ক্ষেত্র অন্বেষণ।

এই পর্যন্ত অমৃতা শেরগিলের মোট ৮৪ টি ছবি নিলামে উঠেছে। সর্বপ্রথম নিলামটি ঘটে ১৯৯২ সালে। এই নিলামে ‘ভিলেজ গ্রুপ’ নামে একটি ছবি সোথেবি’সে বিক্রি হয়েছিল।

উল্লেখ্য, হিন্দু হাঙ্গেরীয় বংশোদ্ভূত অমৃতা শেরগিল জন্মগ্রহণ করেছিলেন ১৯১৩ সালে। তার জন্মস্থান বুদাপেস্ট। তার বাবা ওমরাও শেরগিল ছিলেন সংস্কৃত এবং ফার্সি ভাষার পন্ডিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!