Home » Dream Girl 2: সেন্সরবোর্ডের কোন সার্টিফিকেট পেল ‘ড্রিম গার্ল ২’?

Dream Girl 2: সেন্সরবোর্ডের কোন সার্টিফিকেট পেল ‘ড্রিম গার্ল ২’?

Dream Girl 2

কলকাতা: খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana) ও অনন্য়া পান্ডের ছবি ‘ড্রিম গার্ল টু’ (Dream Girl 2)। বলিউডের অন্দরের খবর, সেন্সরবোর্ডের তরফ থেকে এই ছবিকে ইউএ (UA) সার্টিফিকেট দিয়েছে। দর্শকরা ইতিমধ্যেই জানেন এই ছবির প্রচারের কাজে বরাবরই নতুন পন্থা নিয়েছে ‘ড্রিম গার্ল টু ২’। দিনকয়েক আগেই নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন আয়ুষ্মান। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে ‘ড্রিম গার্ল’ গানে পা মেলাচ্ছেন আয়ুষ্মান। এই ভিডিও প্রকাশ্য়ে আসার পরই শোরগোল পরে যায় সামাজিক মাধ্যমে।

ছবি প্রসঙ্গে অভিনেতা জানান, ব্য়ক্তিগত জীবনেও সমস্য়া এড়াতে গার্লফ্রেন্ডের বাবার সঙ্গে মহিলা কণ্ঠে কথা বলতে হয়েছিল তাঁকে। আয়ুষ্মান আরও জানান, অতীত জীবনে রেডিও জকি এবং থিয়েটারে কাজের অভিজ্ঞতা আমাকে সত্যিই খুব সাহায্য করেছে এই ছবির জন্য়। আমি যখন রেডিও স্টেশনে কাজ করতাম তখন একজন মহিলা হিসাবে আমি প্র্যাঙ্ক কল করতাম। তাছাড়া, আমি আমার প্রথম গার্লফ্রেন্ডকে ফোন করতাম মহিলা কণ্ঠেই কথা বলতাম। একবার গার্লফ্রেন্ডকে ফোন করেছিলেন তখন তাঁর বাবা ল্যান্ডলাইনটি তুলে নেন, সেইসময় আমায় মহিলা কণ্ঠে কথা বলতে হয়েছিল।’

প্রসঙ্গত, এই ছবির রান টাইম ২ ঘণ্টা ১৩ মিনিট। ট্রেলারে আয়ুষ্মান খুরানা নিজের নতুন লুকে চমকে দিয়েছিলেন অনুগামীদের। লেহঙ্গা-চোলি বা সালোয়ার কামিজ সবেই তিনি স্বছন্দ্য। অভিনেতার নতুন লুকে মজেছিলেন পুরুষ থেকে নারী সবাই। ট্রেলারে খানিক গল্পের আঁচও দিয়ে রেখেছিলেন ছবির পরিচালক। আয়ুষ্মানের এই ছবিতে তাঁর বিপরীতে আছেন অনন্যা পাণ্ডে (Ananya Panday)। বিভিন্ন ভূমিকায় দেখা যাবে রেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, বিজয় রাজ, অনু কপূর, সীমা পহওয়া, মনোজ যোশী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনজোৎ সিংহ সহ অন্যান্য অভিনেতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!