কলকাতাঃ চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান-৩। রোভার প্রজ্ঞান পাঠাচ্ছে নানা অজানা তথ্য। তবে জানেন কি এবার খোদ কলকাতায় অবতরণ করবে চন্দ্রযান? না আজগুবি গল্প নয়। এবার পুজোয় । স্বয়ং মা দুর্গার অবতরণ হবে চন্দ্রযানে। আমহার্স্ট স্ট্রিটের পল্লীর যুবক বৃন্দের তাই প্রস্তুতি তুঙ্গে। ব্যপারটা খুলেই বলা যাক।
আমহার্স্ট স্ট্রিটের এই ক্লাবটির দুর্গা পুজোর থিমই হল চন্দ্রযান-৩। এবছর ৬২ তম বর্ষে পদার্পণ করবে তাঁদের পুজো। সম্প্রতি, শেষ হয়েছে খুঁটিপুজো। সেখানেও ছিল অভিনত্ব। ড্রোনের মাধ্যমে প্রতীকী চন্দ্রযান উড়িয়ে দেখানো হয় মা দুর্গার আগমনকে। এছাড়াও শ্রীহরিকোটার সঙ্গে যুক্ত বাঙালি বিজ্ঞানী ইনশা সিরাজের বাবাকে দিয়ে এদিন করানো হয় পুজোর উদ্বোধন।
তবে কী কারণে এই অভিনব থিম? উদ্যোক্তারা জানাচ্ছেন, আধুনিক বিজ্ঞানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই থিম তাঁদের মাথায় আসে। চন্দ্রযানের সাফল্যের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ।তাঁদের মতে, চন্দ্রযান সবার আনন্দ। আর আমাদের দুর্গা পুজোও সবার আনন্দের। আর তাই এই দুইয়ের মেলবন্ধন ঘটাতেই তাঁদের এই অভিনব উদ্যোগ।