Home » Don 3 Update: কিয়ারা না-পসন্দ! ‘ডন-৩’-এ রণবীরের বিপরীতে কোন নায়িকা?

Don 3 Update: কিয়ারা না-পসন্দ! ‘ডন-৩’-এ রণবীরের বিপরীতে কোন নায়িকা?

Don 3 update

প্রকাশ্যে এসেছে ‘ডন-৩’ (Don-3) ছবির নতুন নায়কের নাম। অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), শাহরুখ খানের (Shah Rukh Khan) পর এবার ডন ফ্র্যাঞ্চাইজির নতুন মুখ রণবীর সিংহ। কিন্তু ‘ডন’-এর ‘জঙ্গলি বিল্লি কে? সেই প্রশ্ন ঘিরেই জোরালো হচ্ছে জল্পনা। ইতিমধ্যেই বলিউডের অন্দরমহলে কানাঘুষোয় শোনা যাচ্ছিল কিয়ারা আডবাণী (Kiara Advani)-র নাম। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও উড়িয়ে দিয়েছে সেই জল্পনাকেও। ডনের বিপরীতে অন্য এক দেখা নায়িকা। কে তিনি?

সম্প্রতি যে ভিডিও সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে সেখানে দেখা যাচ্ছে, এক্সেল এন্টারটেনমেন্টের এক কর্ণধার ও ছবির পরিচালক ফারহান আখতারের (Farhaan Akhtar) সঙ্গে রয়েছেন কৃতি শ্যানন (Kriti Shanon)। এক্সেল এন্টারটেনমেন্টই প্রযোজনার দায়িত্বে রয়েছেন ‘ডন ৩’-র। আর সেই জন্যেই ভিডিওটিকে ঘিরে জল্পনা তুঙ্গে। তবে কি কিয়ারা নয়, ‘ডন’ রণবীরের বিপরীতে ‘জঙ্গলি বিল্লি’ হবেন কৃতি শ্যানন? যে প্রশ্নের উত্তর মেলেনি। মুখে কুলুপ নায়িকা বা পরিচালক সবার।

Don

অন্যদিকে, ‘ডন ৩’-তে মুখ্য ভূমিকায় রণবীর সিংহের (Ranveer Singh) ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছিল সমালোচনার ঝড়। ১২ বছর পর আরও একবার রুপোলী পর্দায় ‘ডন’ ফ্রাঞ্চাইজির ছবি। তাই ‘ডন’ অনুগামীদের যথেষ্ট প্রত্যাশা ছিল ছবিটিকে ঘিরে। ছবির মুখ্যচরিত্রে রণবীর সিংহ থাকবেন তা ঘোষণা হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল ট্রোলিংয়ের বন্যা। আর এই চূড়ান্ত সমালোচনা নিয়ে মুখ খুলেছিলেন খোদ পরিচালক নিজে।

তিনি জানান, ১২ বছর পর আসন্ন ডন ফ্রাঞ্চাইজির ছবি নিয়ে তিনি নিজেও বেশ উত্তেজিত। এখনও শুরু হয়নি ছবির শ্যুটিং। ট্রোল প্রসঙ্গে পরিচালক বলেন, ‘রণবীর একজন ভাল অভিনেতা। আমার মনে হয়, এই ছবির গল্পের জন্য ও একদম পারফেক্ট। তবে হ্যাঁ, রণবীর নিজেও এই চরিত্রে রাজি হওয়ার আগে ভয় পেয়েছিল। ‘ডন’ চরিত্রটা ওর কাছে বিশাল বড় দায়িত্ব। এই প্রথম নয়, ‘ডন ২’-র অফার নিয়ে আমি শাহরুখের কাছে এসেছিলাম, তখন ওর-ও একই রকম প্রতিক্রিয়া ছিল। সেইসময় শাহরুখকেও অমিতাভ’জি সঙ্গে তুলনা করা হয়েছিল। তবে ছবি দেখে মত বদলেছিল সবারই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!