Home » Kolkata Durga Puja 2023:মা আসছেন! ২৩শের পুজোয় কোথায়, কোন থিম?

Kolkata Durga Puja 2023:মা আসছেন! ২৩শের পুজোয় কোথায়, কোন থিম?

ঢাকে কাঠি পড়তে আর মাত্র ৩২ দিন। তারপরই ছেলে-মেয়ে নিয়ে মর্ত্যে আসবেন মা দুর্গা। শহর কলকাতা থেকে জেলা সদর সর্বত্র মায়ের আগমনের প্রস্তুতি তুঙ্গে। তিলোত্তমা মুড়তে শুরু করেছে ব্যানারের মোড়কে। কলকাতার বেশির ভাগ পুজোতেই থাকে থিমের ছোঁয়া। এবছরও পুজোতে থাকছে নানান থিমের চমক! চলুন জেনে নিই তেইশের পুজোয় কোথায় কোন থিম?

শ্রীভূমিঃ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের থিম ডিজনিল্যান্ড।

সন্তোষ মিত্র স্কোয়ারঃ এবার রাম মন্দির তৈরি হবে কলকাতায়। সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম রাম মন্দির।

কলেজ স্কোয়ার সর্বজনীনঃ মহীশূরের প্যালেস এবার খাস কলকাতা শহরে। তেইশের পুজোয় এবার সেখানেই অধিষ্ঠান করবেন মা।

টালা প্রত্যয়ঃ গত বছর চোখ ধাধিয়ে ছিল টালার থিম। এবারের টালা প্রত্যয়ের থিমে রয়েছে নতুন চমক। তাঁদের এবারের থিম ‘কাহন’।

বাদামতলা আষাঢ় সংঘঃ ‘প্রতিরুপ’ থিমে আসছে এবারের বাদামতলা আষাঢ় সংঘের পুজো।

৬৬ পল্লীঃ এই পুজোয় ৬৬ পল্লীর থিম ‘দুর্গার মাটি, মাটির দুর্গা।’

চেতলা অগ্রণীঃ প্রতিবছরই চেতলার থিমে থাকে নতুন নতুন চমক। এবারে চেতলার থিম ‘যে যেখানে দাঁড়িয়ে…’।

কুমোরটুলি পার্ক সর্বজনীনঃ এবারের পুজোয় কুমারটুলি পার্কের পুজোর থিম একটু ইউনিক। এবারের থিম উচ্চাকাঙ্খা।

আহিরীটোলা যুবকবৃন্দঃ এবছরের থিম ‘আমার দুর্গা।’

তেলেঙ্গা বাগান সর্বজনীনঃ এবছর ৫৮ বছরে পদার্পণ করল তেলেঙ্গাবাগান সর্বজনীনের পুজো। এবারের তেলেঙ্গা বাগানের থিম ‘প্রান্তজনের আত্মকথন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!