আর মাত্র দিন কয়েক। তারপরই জন্মাষ্টমী (Janmashtami)। শ্রীকৃষ্ণের জন্মের মাহেন্দ্রক্ষণ। গোটা ভারত জুড়ে পালন করা হবে জন্মাষ্টমী। দেশের বিভিন্ন প্রান্তে এদিন রাধা কৃষ্ণ পুজোর চল রয়েছে। তবে বাঙালির ঘরে-ঘরে এদিন সাজিয়ে গুছিয়ে গোপালকে নিবেদন করা হবে ভোগ। তবে আপনি গোপালকে সাজাবেন কীভাবে? আজ টিপস রইল এমন কিছু টিপস…
পুজো মানেই নতুন জামা। আর এদিন বাড়ির ছেলেকে নতুন জামা না পড়ালে হয়? হালেফিলে বাজারে ঢুঁ মারলেই পাওয়া যায় গোপালের জন্য ডিজাইনার পোশাক। তাদের কোনোটা তৈরি সিক্যুইন, নেট বা লেস দিয়ে। আবার জরির কাজ করা নানা প্রকারের ঘাগড়া এখন ফ্যাশনে ইন। জন্মাষ্টমীর দিন গোপালকে স্নান করিয়ে পরাতে পারেন এই প্রকার পোশাক। সঙ্গে পরাতে পারেন রুপোর উপর সোনার জল করা মুকুট, বাঁশি, হার , বালা।