ভাবতে ভালো লেগেছিল, চেয়ার টেবিল
আলমারিতে সাজানো বই, ঘোমটা টানা নরম আলো
ফুলদানে ফুল, রঙের বাটি
আলনা জুড়ে কাপড় জামার
সুবিন‍্যস্ত সমারোহ, সবই আমার।
এবং আমি ইচ্ছে হলেই পরি
দেওয়ালে লাল হলুদ রঙের কাড়াকাড়ি
মুছে ফেলতে সাদার শান্ত টানে।
এই যে বাড়ি, এই তো আমার বাড়ি।

 

কবি নীরেন্দ্র নাথ চক্রবর্তীর লেখা কবিতার এই লাইন গুলোই প্রতিটা মানুষের স্বপ্ন। একটা নিজের ঠিকানা। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, সমাজের প্রতিটা মানুষই এই স্বপ্ন নিয়েই বেঁচে থাকেন আর প্রতিনিয়ত চেষ্টা করেন কিভাবে এই স্বপ্ন কে বাস্তবায়িত করা যায়। নিজের বাড়ি না হলেও যদি একটা সুন্দর সুসজ্জিত সব রকমের সুবিধা যুক্ত ফ্ল‍্যাট ও পাওয়া যায় মন্দ কি?

 

 

 

 

যেখানে থাকবে সবুজের ছোঁয়া, আলো বাতাসে পরিপূর্ন পরিবেশের সাথে হাতের কাছেই বাজার দোকান, শপিংমল, যাতায়াত ব‍্যাবস্থা, চিকিৎসা কেন্দ্র আর সুন্দর প্রতিবেশীর সাথে একটা ছোট্ট পার্ক – এতোকিছু কি সামর্থ্যের মধ‍্যে পাওয়া সম্ভব?

হ‍্যাঁ সম্ভব। আপনার এই স্বপ্ন কেই বাস্তব রুপ দিতে বাংলার দুই বিখ‍্যাত রিয়েল এস্টেট সংস্থা সোমানি রিয়েলটর্স ও মার্লিন গ্রূপ আয়োজন করছেন ২ দিন ব‍্যাপি “HOME UTSAV 2022”  যেখানে আপনি, কলকাতার উত্তর থেকে দক্ষিণে এবং মধ‍্য কলকাতায় অবস্থিত ফ্ল‍্যাটের খোঁজ পাবেন। এছাড়াও হুগলী, রাজারহাট ও নিউটাউনে অবস্থিত ফ্ল‍্যাটেরও বিস্তারিত বিবরন পাবেন। আপনি চাইলে আপনার ব‍্যাবসায়িক উন্নতির জন‍্যও পাবেন কমার্শিয়াল স্পেস যেমন, অফিস ।

সব থেকে আকর্ষণীয় হল, এখানে আপনার স্বপ্ন কে বাস্তবায়িত করার জন‍্য দেওয়া হবে বিশেষ অফার যা আগে সোমানি রিয়েলটর্স বা মার্লিন গ্রূপ আগে দেয়নি। এই দুইদিন ব‍্যাপি অনুষ্ঠানে আগত অতিথিদের জন‍্য উপহার ছাড়াও থাকছে একটি বিশেষ উপহার প্রতিটি ফ্ল‍্যাট বুকিং এ। প্রায় ১৩ টি আকর্ষণীয় জায়গাতে অবস্থিত এই প্রপার্টি গুলি শুধু লাক্সারি রেজ্ঞই নয় থাকবে মিড রেজ্ঞ প্রপার্টিও।

উপহার ও নানান স্বাদের নানাবিধ পদ নিয়ে এই অনুষ্ঠান চলবে আগামী ১৯ ও ২০ নভেম্বর ২০২২ , শনি ও রবিবার। দক্ষিন কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে, প্রিন্সটোন ক্লাবে। সকাল ১০ টা থেকে রাত ৮টা অবধি।
বিশদ জানতে ফোন করতে পারেন – 9830055509