‘ডেঙ্গি ভয়’ গ্রাস করেছে কলকাতাকে। এ রাজ্যে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যু। জ্বরের থেকে বেশি ডেঙ্গি ভয়েই কাঁপছে আট থেকে আশি সকলে। এই বুঝি এডিস ইজিপ্টাইয়ের দংশনে ডেঙ্গি হয়ে যায় আর কি! তবে জানেন কী? কিছু মানুষকে মশা কামরানোর প্রবণতা বাকিদের থেকে একটু বেশি। জেনে নিন কেন তাঁদের দিকেই এডিস ইজিপ্টাই প্রজাতির মশাদের আকৃষ্টতা বেশি…
১. আপনার রক্ত যদি ‘ও’ গ্রুপের হয় তাহলে সাবধান। ‘ও’ গ্রুপের যে কোনো (পজিটিভ বা নেগেটিভ) রক্তেই এক বিশেষ প্রকার গন্ধ থাকে। যা মশাকে বেশি আকৃষ্ট করে।
২. পোশাকের রংও মশা কামরানোর অন্যতম কারণ। গাঢ় রঙের প্রতি মশাদের বেশ পছন্দের। তাই অবশ্য গাঢ় রঙ পরলে সচেতন থাকতে হবে বইকি।
৩. এই সময়ে অন্তঃসত্ত্বাদের বেশি সতর্ক থাকা উচিত। এই সময়ে নারীদেহে ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। তাই স্বাভাবিকের তুলনায় এই সময়ে তাঁদের মশা বেশি কামড়ায়।
৪. ২০১৪ সালের একটি সমীক্ষা বলছে যাদের ঘাম বেশি হয়, তাঁদের মশা কামড়ানোর প্রবণতা বেশি। ঘামের গন্ধে মশা বেশি আকৃষ্ট হয়।
৫. যাদের শরীরের তাপমাত্রা একটু বেশি বা যারা অ্যালকোহল সেবন করে তাঁদের প্রতিও মশা বেশি আকৃষ্ট হয়।