Home » F-16 Fighter Jet: রুশ হুঁশিয়ারি উপেক্ষা করেই এবার ইউক্রেনের হাতে এফ-১৬ যুদ্ধবিমান

F-16 Fighter Jet: রুশ হুঁশিয়ারি উপেক্ষা করেই এবার ইউক্রেনের হাতে এফ-১৬ যুদ্ধবিমান

Russia Ukraine War

ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি উপেক্ষা করেই এ বার ইউক্রেনকে আধুনিক এফ-১৬ যুদ্ধবিমান (F-16 Fighter Jet) দেবে নেদাল্যান্ডস এবং ডেনমার্ক। ররিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে নেদারল্যান্ডসের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী মার্ক রটের একটি বৈঠক হয়। তারপরই ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেডরিকসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জ়েলেনস্কি। এদিনই কিভের তরফ থেকে ঘোষণা করা হয় নেদারল্যান্ডস ৪২টি এবং ডেনমার্ক ১৯টি এফ–১৬ সরবরাহ করবে ইউক্রেনকে।

প্রসঙ্গত,চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর কাছে এফ-১৬ যুদ্ধবিমান-সহ বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম চেয়েছিলেন জ়েলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের কাছেও আধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জামের জন্য আবেদনও করেছিলেন তিনি। এবছরই মে মাসে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দফতর থেকে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার কথা ঘোষণা করেছিল। ইউক্রেনের বিমান বাহিনীর পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণের ব্যবস্থা কর হয়েছিল হোয়াইট হাউসের তরফে।

আমেরিকার লকহিড মার্টিন সংস্থার তৈরি এই যুদ্ধবিমান নেটো জোটের সব সদস্য এবং তার সহযোগী দেশগুলি ব্যবহার করতে পারে। গত কয়েক মাস ধরে রুশ সেনার ধারাবাহিক অভিযানে ডনবাস এলাকায় কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে ৬১টি এফ-১৬ যুদ্ধবিমান পেলে তা রুশ-ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের ধারণা। তবে ডেনমার্কের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তাঁদের দেওয়া যুদ্ধবিমান শুধুমাত্র আত্মরক্ষার কাজেই ব্যবহার করা যাবে। রুশ আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়াকে আক্রমণ করার জন্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!