বাংলা বিনোদনের প্রথম সারির টিভি চ‍্যানেল গুলির মধ‍্যে Zee বাংলা রয়েছে একে বারে প্রথমেই, আর সেখানেই ফিরছে বাংলার সব চেয়ে জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো “Dance বাংলা Dance”

Zee বাংলা-র বিনোদনের সব অনুষ্ঠানের মধ‍্যে এই রিয়েলিটি শো বহু বছরের যা শুরু প্রথম হয়েছিল 6ই এপ্রিল 2007। শুরুর দিন থেকে পর পর সাত’টি সিজনে বিচারকের আসনে ছিলেন “মহাগুরু” অর্থাৎ বলিউড ও টলিউড তথা ভারতীয় চলচ্চিত্রের সুপারষ্টার মিঠুন চক্রবর্তী।

তারপর 2014 সালে অষ্টম সিজন থেকে বিচারকের আসনে “মহাগুরু” কে বাংলার দর্শক, কোন অজ্ঞাত কারনে আর দেখতে পাননি। এবার দশ বছর পর “মহাগুরু” ফিরছেন তার পুরোনো ঘরে। সম্প্রতি Zee বাংলায় Dance বাংলা Dance এর একটি টিজার সম্প্রচারিত হয় যেখানে “মহাগুরু” কে ফিরতে দেখা যাচ্ছে আর তিনি বলছেন – দশ বছর পরে আমি ফিরে এলাম আমারই ঘরে। সেই মঞ্চ, সেই আলো, সেই তাল, সেই ছন্দ। মিঠুন থেকে মহাগুরু তোমরাই তো বানিয়েছ। যতই আমি করি অ‍্যাকশন ড্রামা রোমান্স, সব চেয়ে প্রিয় আমার তোমার Dance বাংলা Dance।

এর পরেই আছ Dance বাংলা Dance এর আরো একটি টিজার সামনে আসে, যেখানে ছোট্ট দ্বীপান্বিতা-র সাথে, বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী কে বিখ‍্যাত সামি, মোর সামি গানের তালে নাচতে দেখা যাচ্চে। আর ঘোষনা হল Dance বাংলা Dance 11ই ফেব্রুয়ারি থেকে প্রতি শনি ও রবিবার ঠিক রাত সাড়ে ৯ টায় শুধুমাত্র Zee বাংলায়।