গত ৬ই অক্টোবর, উত্তর কলকাতার হাতিবাগানের আস্থা অডিটোরিয়ামে শুরু হয়েছে প্রচেষ্টার দ্বিতীয় প্রদর্শনী “আনন্দিনী -২”। গত বছর আনন্দিনীর প্রথম প্রদর্শনী ছিল চরম সাফল্যের।
শ্রীমতী হাসনুহানা রায় পরিচালিত এই দলে রয়েছেন অসংখ্য মহিলা যারা প্রত্যেকেই শ্রীমতী হাসনুহানা রায়ের অনুপ্রেরণায় আজ স্বাবলম্বী হবার আশার আলো দেখতে পেয়েছেন।
স্বল্প পুঁজির ক্ষুদ্র ব্যাবসা আজ প্রচেষ্টার উদ্যোগে সামাজিক মাধ্যমের সাহায্যে পৌঁছে যায় দেশ দেশান্তরে। এবছর প্রচেষ্টার দ্বিতীয় প্রদর্শনী আনন্দিনী নিয়েও প্রচেষ্টার সব সদস্যারাই বেশ আনন্দিত ও আশাবাদী।
প্রদর্শনী চলবে তিনদিন অর্থাৎ ৬’৭ ও ৮ই অক্টোবর পর্যন্ত। তবে শুধুমাত্র ব্যাবসা বানিজ্যটাই প্রচেষ্টার মূল উদ্দেশ্য নয়। গত ৬ই অক্টোবর প্রচেষ্টার এই আনন্দিনী প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে ছিল বেশ কিছু দরিদ্র শিশুদের জন্য বস্ত্রবিতরনের ব্যাবস্থা।
প্রদর্শনী শুরু হবার মুহুর্ত থেকেই ছিল বহু মানুষের সমাগম। পুজোর কেনাকাটা যে জমে উঠেছে তা বোঝাই যাচ্ছিল। প্রচেষ্টার এই আনন্দিনী প্রচেষ্টা কে উৎসাহ দিতে এদিন সকলের সাথে উপস্থিত ছিলেন ১২৫নং ওয়ার্ডের পৌরমাতা মাননীয়া শ্রীমতী ছন্দা সরকার মহাশয়া ও মাননীয় বিশপ ডঃ শ্রীকান্ত দাস মহাশয়। আপনাদের জন্য রইলো কিছু ছবি ও ভিডিও।