পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ ভূস্বর্গ ভ্রমণে গিয়ে টিউলিপ গার্ডেনে যায়নি এমন মানুষের দেখা পাওয়া মুশকিল। ভূস্বর্গের অন্যতম বিখ্যাত ভ্রমণের স্থান এই টিউলিপ গার্ডেন। সেই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনের টুপিতে একটি নতুন পালক যুক্ত হয়েছে সম্প্রতি। লন্ডনের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস-এ নাম উঠল পৃথিবী বিখ্যাত এই টিউলিপ গার্ডেনের।
এশিয়ার বৃহত্তম পুস্প উদ্যান হিসেবে এই রেকর্ডসে স্থান পেল এই উদ্যানটি। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং টুইট করে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। আমীর খসরুর একটি কবিতার লাইন নিয়ে তিনি টুইট করেন। তিনি লেখেন, ‘শ্রীনগরের টিউলিপের মনোরম নিস্বর্গ এশিয়ার বৃহত্তম পুস্প উদ্যান হিসেবে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম তুলেছে।‘
নিয়ম মেনেই চলতি বছরেও মার্চ মাসের ২৩ তারিখ পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছিল এই বাগান। বর্তমানে ৬৮ রকমের প্রজাতির প্রায় ১৫ লক্ষেরও বেশি টিউলিপ গাছ রয়েছে এই বাগানে। ২০০৭ সালে প্রথম এই বাগান চালু হয়। বছরের নির্দিষ্ট সময় খুলে দেওয়া হয় এই বাগান। প্রায় কয়েক লক্ষ পর্যটক এই বাগান ভ্রমণ করে প্রতিবছর। কাশ্মীর ভ্রমণকারীদের মধ্যে এ এক অন্যতম জনপ্রিয় স্থান।