কলকাতায় আবার লক-ডাউন হতে চলেছে । EXCLUSIVE REPORT
Soumen D : বিগত বেশ কিছুদিন ধরেই করোনা গোটা দেশে তথা পশ্চিমবঙ্গে ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল । সরকারী বা বেসরকারি হসপিটাল গুলিতে করোনা আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছিল টা বেশ উদ্বেগ জনক। কোলকাতায় আজ সংক্রমণের হার প্রায় ৩০০০ ছুঁই ছুঁই আর মৃত্যু হয়েছে ৩ জনের। করোনা যে এখনো আমাদের ছেড়ে যায়নি তা জনসাধারণ প্রায় ভুলেই গেছে।…