Home » বারাণসী জংশন | গা ছমছমে পোস্টারের পর এবার সামনে এলো রোমহর্ষক Teaser ভিডিও।

বারাণসী জংশন | গা ছমছমে পোস্টারের পর এবার সামনে এলো রোমহর্ষক Teaser ভিডিও।

টিসারের প্রতিটি ফ্রেমে বারানসী শহরের আলো আঁধারির ঘেরাটোপে অজানা বিপর্যয়ের আভাস পাওয়া যায়। কিন্তু কি সেই ভয়ানক রহস্যের ইঙ্গিত? কারা সেই ছায়া মূর্তি? অজানা দিগন্তে কি সেই রুদ্ধশ্বাস পিছুধাওয়া? শেষমেষ আঁধার জগতের ঘৃণ্য শক্তিগুলো কি পরাজিত হবে সত্যের সামনে? সেই ‘রক্তিম রহস্যে’র মুক্তি মিলবে আসন্ন মার্চ মাসে KLiKK এর নতুন ওয়েব সিরিজ ‘বারাণসী জংশনে’।

পরিচালনায় অর্ণব রিঙ্গো ব্যানার্জি। মুক্তি পাচ্ছে Klikk OTT তে আগামী মার্চ মাসে।

কাহিনী, চিত্রগ্রাহক, পরিচালক ও সম্পাদক- অর্ণব রিঙ্গো ব্যানার্জি

প্রযোজক: ঐন্দ্রীলা ব্যানার্জি ও রিং আ বেল ফিল্ম্স

সাউন্ড ডিজাইন- তীর্থংকর মজুমদার

গণমাধ্যম প্রচার – রানা বসু ঠাকুর

অভিনয়ে
অমৃতা চট্টোপাধ্যায়, জিতসুন্দর চক্রবর্তী, যুধাজিত সরকার, ঋদ্ধীষ চৌধুরী, কোরক সামন্ত, অভিজিৎ সেনগুপ্ত, অরূপ জাইগিরদার, মহম্মদ করীম, অগ্নীভ ব্যানার্জি প্রমুখ…

অর্ণব রিঙ্গো ব্যানার্জি:

” ক্লিকের সাথে আমার প্রথম অ্যাডভেঞ্চারটি আসলে রোলার কোস্টার অ্যাডভেঞ্চারের চেয়ে কম কিছু নয়।
বারাণসী জংশন আমার জন্য জীবনের সেরা অভিজ্ঞতার একটি। আমি রাতে এবং ভোরের কুয়াশায় পবিত্র এবং সবচেয়ে রহস্যময় ঘাটগুলির শুটিং করতে পেরেছি। অমৃতা চট্টোপাধ্যায়, জিৎ সুন্দর চক্রবর্তী এবং অন্যান্য কলাকুশলীদের সাথে আমার অভিনেতাদের সাথে রোমহর্ষক দৃশ্যগুলি শুট করা আমার কাছে একটি অনবদ্য অভিজ্ঞতা। এটি একটি এজ-অফ-দ্য-সিট থ্রিলার যা আপনাকে শেষ অবধি রহস্যের বাঁধনে বেঁধে রাখবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!