Headlines
Home » অভিনেত্রী স্রিজলা গুহ-র কবিতা গুচ্ছ Forever January প্রকাশিত হল

অভিনেত্রী স্রিজলা গুহ-র কবিতা গুচ্ছ Forever January প্রকাশিত হল

স্টার জলসা চ্যানেলে মন ফাগুন সিরিয়ালের অভিনেত্রী স্রিজলা গুহ যাকে আপনারা মন ফাগুন সিরিয়ালে ‘পিউ” -র চরিত্রে অভিনয় করতে দেখেন, সম্প্রতি  তার লেখা কবিতা গুচ্ছ Forever January প্রকাশিত হল পার্ক স্ট্রীটের OXFORD Book Store এ । কি ? শুনতে একটু অবাক লাগছে ?

আসলে আমরা অনেকেই ভাবি যে জারা অভিনয় জগতে কাজ করেন তাদের বেশির ভাগই স্বল্প শিক্ষিত । এক্ষেত্রে তা একেবারেই ভুল। আসুন জেনে নেওয়া যাক এই প্রতিভাবান অভিনেত্রী সম্পর্কে ।

স্রিজলা-র জন্ম সুদুর মেক্সিকো তে । খুব অল্প বয়সে তাকে তার বাবা মার সাথে ভারতে চলে আসেন । প্রাথমিক জীবনের পড়াশোনা শেষ করেন দার্জিলিং এ। এর পর উচ্চশিক্ষার কারনে কলকাতায় আসেন । কলকাতা কে সেই সময় ভালবেসে  ফেল্লেও তিনি সেই  সময় বাংলা উচ্চারন করতে পারতেন না । পরবর্তী কালে তিনি কলকাতা ও মুম্বাই তে মডেলিং, অভিনয় করতে শুরু করেন। সেই সময় বানলা শেকেন ।

সম্প্রতি পার্ক স্ট্রীটের  OXFORD Book Store তার লেখা ইংরাজি কবিতার গুচ্ছ Forever January প্রকাশিত হয় ।  সেদিন স্রিজলার সাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহ অভিনেতা অভিনেত্রীরা ।

সমগ্র অনুষ্ঠানের প্রচারের দায়িত্বে ছিলেন কিংশুক গিরি ও   মিডিয়া পার্টনার ছিলেন – টলিউড টকিস ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!