সুস্মিতা সেন, ১৯৯৪ সালে বিশ্ব- সুন্দরী খেতাব জেতার পর থেকেই তিনি বার বার বিনোদন জগতে ফিরে আসার চেষ্টা করেছেন  কিন্তু তার কোন কাজই সেই অর্থে মানুষের মনে দাগ কাটতে পারেনি । বিজ্ঞাপন জগতেই তাকে সীমাবদ্ধ থাকতে হোয়েছে। মুম্বাই ও কোলকাতার নামী পরিচালক দের সাথে কাজ করলেও সেখানে সেই অর্থে কোন সাফল্য আসেনি ।

বিনোদন জগতে সেই ভাবে সাফল্য না পেলেও তার ব্যক্তিগত জীবনে তার নেওয়া সিদ্ধান্ত গুলি তাকে খবরের শিরোনামে রেখেছে বার বার। তবে ইদানীং কালে কয়েক টি ওয়েব সিরিজে সুস্মিতা সেন কে দেখা জাচ্ছে দুর্দান্ত অভিনয় করতে , তার মধ্যে অন্যতম হল আরজা । আজ কিছুখন আগেই প্রকাশ প্রকাশ হল তার নতুন ওয়েব সিরিজ ”তালি” -র ছবি ।

”রূপান্তরকামী” কর্মী শ্রী গৌরি সায়ান্ত এর জীবনী নিয়ে এই কাজে সুস্মিতা সেন কে দেক্ষা যাবে শ্রী গৌরি সায়ান্ত এর চরিত্রে অভিনয় করতে ।