নোবেলজয়ী অর্থনীতিবদ অমর্ত্য সেন কে শান্তিনিকেতনের বিশ্বভারতী থেকে জানানো হয় তিনি অবৈধভাবে বিশ্বভারতীর জমি দখল করে আছেন। এরপরেই রাজ্যের মূখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায় বোলপুর শান্তিনিকেতনে নোবেলজয়ী অমর্ত্য সেনের সাথে দেখা করেন এবং তাঁর নিরাপত্তাব্যবস্থা জোরদার করার ব্যাবস্থা করে তাঁর পাশে থাকার আশ্বাস দেন।
এর পর থেকেই বিবাদ পৌঁছে যায় রাজনৈতিক তর্জায়।
আজ শান্তিনিকেতন, বিশ্বভারতী থেকে একটি বিবৃতি জারী করা হয় যেখানে নোবেলজয়ীর বাসস্থান ও মূখ্যমন্ত্রীর সমর্থন কে বিরোধিতা করা হয়। এর পরেই বিজেপি-র সর্ব ভারতীয় সহ সভাপতি ও রাজ্যের বিরোধী দল বিজেপি-র অন্যতম নেতা দিলীপ ঘোষ তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে সেখান রাজ্যের মূখ্যমন্ত্রী ও তৃনমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় কে চরম কটাক্ষ করে বলেন –
“…ওয়াশিং পাউডার দিয়ে মুখ্যমন্ত্রীকে ধুয়েছে বিশ্বভারতী। এত অপমানিত কখনও কোনও মুখ্যমন্ত্রী হননি। তিনি বহিরাগত হয়ে অনধিকার চর্চা করতে গেছিলেন। আসলে তিনি বীরভূমে ছুটে গেছিলেন সেখানে তৃণমূলের জমি মাফিয়াদের স্বার্থ রক্ষা করতে।…”
আপনাদের জন্য রইলো শেঈ ভিডিওর অসম্পাদিত লিঙ্ক