হিন্দু দের যেকোন পুজো শুরু করার আগে গনেশের আহ্বান হবে সেই রকমই আশির্বাদ দিয়েছিলেন স্বয়ং মা দূর্গা কিন্তু গনেশ উৎসব বা এই গনেশ পুজো সব থেকে বেশি বিখ্যাত ছিল মহারাষ্ট্রে। বাঙালিরা গনেশ কে পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়া তেই তাদের বানিজ‍্যে লাভের মুখ দেখার জন‍্যই আরাধনা করতো। কিন্তু বেশ কয়েক বছর ধরে হুজুগে বাঙালি গনেশ কে শুধু ব‍্যাবসায় লাভ হবার জন‍্যই নয়, বিঘ্ন বিনাশক হিসাবে উপাসনা করতে শুরু করেছে।

গনেশ পুজো শুরু হয়েছিল কয়েকটি পাড়ায় বারোয়ারি পুজো হিসাবে কিন্তু এবার সেই গনেশ পুজো, লক্ষী ও সরস্বতী পুজোর মত ক্রমশ বাঙালির বাড়িতে বাড়িতে শুরু হয়েগেছে।

গতকাল গনেশ পুজোর পরেই বেশ কিছু বাড়ির গনেশ পুজোর ছবি দেখা যায় সামাজিক মাধ্যমে। তার সাথে সাথে এ বছর বাড়িতে গনেশ পুজোর ছবি শেয়ার করলেন বাংলার অন‍্যতম রাজনৈতিক ব‍্যাক্তিত্ব তথা সামাজিক মাধ্যমের জনপ্রিয় জুটি শোভন দেব চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দোপাধ‍্যায়। ছবি দেখে বোঝাই যাচ্ছে গোটা বাড়ি সেজে উঠেছিল গনেশ পুজো উপলক্ষে। সেজে উঠেছিলেন পরিবারের সকলে।

অন‍্যদিকে মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় কে দেখা গেল মহারাষ্ট্র ভবনে গনেশ পুজোতে অঞ্জলি দিতে।

গনেশের আরাধনা করেছেন উত্তরপাড়ার বিধায়ক ও বিশিষ্ট অভিনেতা কাঞ্চন মল্লিক কেও।