Home » NCRB অনুযায়ী ভারতে ধর্ষণের অপরাধ বেড়েছে ২০% ! জয় শ্রী রাম !

NCRB অনুযায়ী ভারতে ধর্ষণের অপরাধ বেড়েছে ২০% ! জয় শ্রী রাম !

আমরা প্রায় অনেকেই রামায়ন পড়েছি। প্রায় বললাম এই কারনে যে ইদানিং কালের ছেলে মেয়েরা কতটা রামায়ন বা মহাভারত পড়েছেন সে নিয়ে সন্দেহ আ। যাই হোক, শ্রী রাম চন্দ্র তার সৎ মায়ের ইচ্ছায় পিতার অনুরোধে ১৪ বছরের বনবাস কাটিয়ে ছিলেন। বনবাস অর্থাৎ বনে জঙ্গলে বসবাস। যেখানে কোন সুখ সাচ্ছন্দ নেই, স্বাভাবিক জীবন যাপনের সুবিধা নেই। হিংস্র জানোয়ার দের সাথে বসবাস করতে হয়। শ্রীরাম চন্দ্র তাই করে ছিলেন। যখন তার স্ত্রীকে লঙ্কার রাজা রাবন অপহরন করলেন তখন শ্রীরাম চন্দ্র বনের বানর দের নিয়ে একটি বানর সেনা তৈরী করে রাবনের সাথে যুদ্ধ করে তার স্ত্রীকে ফিরিয়ে এনে ছিলেন কিন্তু বর্তমানে আমরা আমাদের দেশ ভারত বর্ষের চারিদিকে যেখানে অহ রহ জয় শ্রীরাম ধ্বনি শুনতে পাই, যে দেশের প্রধান মন্ত্রীর অন‍্যতম পদক্ষেপ বেটি বাচাও বেটি পড়াও সেখানেই NCRB অর্থাৎ ন‍্যাশনাল ক্রাইম রেকর্ডস ব‍ু‍্যরো জানালো 2020 সালের পর 2021 সালে ভারতে মহিলাদের বিরুদ্ধে সামগ্রিক অপরাধের সংখ্যা 4,28,278 যেখানে শুধু ধর্ষণ প্রায় 19.34% বৃদ্ধি পেয়েছে।

গতকাল কলকাতা দেশের সব থেকে নিরাপদ শহরের তকমা পেয়েই আজ NCRB -র এই রিপোর্ট বেশ চমকে দেবার মত।

রিপোর্টে বলা হয়েছে 2020-র তুলনায় 2021 এ 19% বেশি ধর্ষনের অপরাধ ঘটেছে। মোট ধর্ষণের অপরাধ সংখ্যা 31,677 যার মধ‍্যে 6,337 টি ধর্ষনের ঘটনা রাজস্থানের, এর পরেই রয়েছে মধ‍্যপ্রদেশ যেখানে ধর্ষনের ঘটনা 2,947 এবং উত্তর প্রদেশে যার সংখ‍্যা 2,845 আর মহারাষ্ট্রে 2,506 যেখানে কলকাতায় লাখে 1টি ধর্ষনের মামলা রেকর্ড হয়েছে বলেই উল্লেখ করা হয়েছে।

এই মুহুর্তে ED, IT ও CBI প্রচন্ড ব‍্যাস্ত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হওয়া দল গুলির নেতাদের বিরুদ্ধে তদন্ত করতে। অনান্য অপরাধ তদন্ত করার সময় তাদের কাছে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!