স্বয়ং বিগ বি তার টুইটার একাউন্টে শেয়ার করলেন তার সেই অভূতপূর্ব গর্বিত অভিজ্ঞতার মুহুর্ত।

বিশ্বকাপের পরেই সৌদি আরবের রিয়াধে আয়োজিত পি এসজি বনাম সৌদি অল স্টার একাদশ ফুটবল টিমের একটি আমন্ত্রণ মূলক আকর্ষণীয় ফুটবল ম‍্যাচে বিগ বি কে বিশেষ অথিতি হিসাবে আমন্ত্রণ ও সম্মান জানানো হয়।

ফুটবল ম‍্যাচ শুরু হবার আগে সসম্মানে মাঠে প্রবেশ এবং বিশ্বসেরা ফুটবলার যেমন লিওনি মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এম বাপ্পে, নেইমার দের সাথে আলাপ করেন এবং তাদের সাথে শুভেচ্ছা আদান প্রদানের সেই ভিডিওটি বিগ বি একজন গর্বিত ভারতীয় হিসাবে শেয়ার করেছেন। বিশ্বসেরা ফটবলাররাও বিগ বি’র সাথে পরিচিত হয়ে বেশ খুশি হয়েছেন সেটিও দেখা যাচ্ছে ভিডিও টিতে।

আপনাদের জন‍্য রইলো সেই ভিডিও লিঙ্ক।