একটি ভিডিও, যা ভাইরাল হয়েছে টুইটারে। তিনটি সারমেয় কে ঘিরে এই ভিডিও টি আপনাকে অনেক কিছু ভাবতে বাধ‍্য করবেই।


ভিডিও টিতে দেখা যাচ্ছে দুটি বিদেশী সারমেয় একটি ঝাঁ চকচকে দাড়িয়ে থাকা বিদেশী গাড়ির জানলা থেকে বাইরের দিকে বেরিয়ে এসেছে আর একটি অতি সাধারন, রাস্তায় পড়ে থাকা দিশি সারমেয়, তাদের সাথে কি সুন্দর ভাবে বন্ধুত্ব করছে। সচরাচর এই দৃশ‍্য দেখা যায়না। কারন সারমেয়রা তাদের স্বভাবসুলভ চরিত্র অনুযায়ী তার এলাকার বাইরের সারমেয় দের প্রবেশাধিকার দেয়না কারন অনেক কষ্ট করে খাবার জোগাড় করতে হয় তাতে যেন বাইরের সারমেয় ভাগ না বসাতে পারে। কিন্তু এখানে দৃশ‍্যটাই অন‍্য। হয়তো দিশি সারমেয়টি ওদের বোঝাতে চেষ্টা করছে তোমাদের কত সৌভাগ্য যে তোমরা বিদেশী শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে ঘুরতে পারো আর আমরা সামান‍্য খাবার জোগাড় করতে পারিনা। আমাদের কেউ পছন্দ করেনা। আমাদের কেউ যত্ন করে না। দিশি বলেই কি আমরা ব্রাত‍্য ?

আপনাদের জন‍্য রইলো সেই ভিডিও-র অসম্পাদিত লিঙ্ক। যা আপনাকে আবেগি করে তুলবেই।