
বর্তমানে আমরা ইন্টারনেটের দৌলতে আমাদের জীবন-যাপন কে করে তুলেছি সহজ ও গতিময়। জুতো সেলাই থেকে চন্ডিপাঠ এখন স্মার্ট ফোনের দৌলতে একটি “টাচ”-এই হয়ে যায়। ঠিক এই তথ্যপ্রযুক্তি কেই এবার পশ্চিমবঙ্গ পুলিশ তাদের তদন্তের গতি বাড়াতে চালু করলো একটি বিশেষ “অ্যাপ” যার নাম – http://wbkhoyapaya.com
![]()
পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত আই পি এস, আধীকারিক, শ্রী সঞ্জয় সিং, (ADG) -র মস্তিষ্কপ্রসুত এই সাইট বা অ্যাপটির মাধ্যমে, সাধারণ মানুষের সহযোগিতায় পশ্চিমবঙ্গ পুলিশ খুব সহজেই নিখোঁজ বা নিরুদ্দেশ ব্যাক্তির পরিচয় ও তাকে খুজেঁ বার করতে দ্রুত সক্ষম হবেন।
![]()
এই অ্যাপটি ডাউনলোড করে, নিখোঁজ ব্যাক্তি বা খুজেঁ পাওয়া অপরিচিত ব্যাক্তির ছবি লোকেশন সহ ছবি, শারীরিক বিবরন সহ উচ্চতা ইত্যাদি ডেসক্রিপশন বক্সে লিখে দিলেই তা তথ্যপ্রযুক্তির সাহায্যে কোন থানার অভিযোগর সাথে মিলছে তা দ্রুত জানা যাবে এবং তার নিকটস্থ আত্মীয় দের কেও সুচনা দেওয়া যাবে।
গতকাল এই অ্যাপটির আনুষ্ঠানিক সুচনা করেন শ্রী মনোজ মালব্য, আই পি এস, ডিজি ও আই জি পি, পশ্চিমবঙ্গ পুলিশ।
.@mmalaviya1 DG & IGP (WB) “ওয়েস্ট বেঙ্গল খোয়া পায়া অ্যাপ” চালু করলেন (লিঙ্ক https://t.co/2ZKaLhcrfm) যেখানে কেউ নিখোঁজ ব্যক্তির বিবরণ আপলোড করে, তাকে খুঁজে বের করতে পারবেন। সঞ্জয় সিং IPS, ADG (WZ), WB -কে বিশেষ ধন্যবাদ, তার মস্তিষ্কপ্রসূত চিন্তাকে বাস্তবায়িত করার জন্য! pic.twitter.com/amLCV9tBwy
— West Bengal Police (@WBPolice) February 7, 2023
Leave a Reply