কুশল নাগ: গতকাল নিউটাউনের ওয়া সিপে হয়ে গেল প্রথম বারের প্রথম দেখা ছবির মিউজিক ও ট্রেলার লঞ্চ।

আকাশ মালাকারের প্রথম পরিচালনায় এই ছবি মুক্তি পেতে চলেছে ৮ই জুলাই। বর্তমান 5G যুগে প্রেম অনেক টাই সহজ ও গতিশীল।

কিন্তু যখন স্মার্টফোন ছিলনা তখন প্রেম কেমন ছিল? সেই মিষ্টি নষ্টালজিক প্রেম এবার নতুন করে বড় পর্দায়। নায়কের ভুমিকায় অভিনয় করেছেন আর্য আর নায়িকা ঋত্বিকা।

এছাড়াও অভিনয় করেছেন খরাজ মুখোপাধ‍্যায়, তুলিকা বসু, প্রসূন গুইন,রাজু মজুমদার সহ আরো অনেকে।

মিউজিক ও ট্রেলার লঞ্চের পরেই দর্শকদের মধ‍্যে শুরু হয়েছে কৌতুহল। এবার সকলের অপেক্ষা ছবিটির মুক্তি পাবার।

আপাতত রইলো ট্রেলার ও মিউজিক লঞ্চ পার্টির ভিডিও ও ছবি।

ফটোগ্রাফার : দিব‍্যেন্দু ধর।