Home » বড়ো পর্দায় কমার্শিয়াল ছবিতে এবার নতুন জুটি। এই বছরে মুক্তি পাবে “দিশাহীন মন আমার”।

বড়ো পর্দায় কমার্শিয়াল ছবিতে এবার নতুন জুটি। এই বছরে মুক্তি পাবে “দিশাহীন মন আমার”।

বাংলা কমার্শিয়াল ছবিতে এবার জুটি বাধছে নবাগত অভিনেতা অভিনেত্রী, যার মিউজিকের দ্বায়িত্বে থাকছেন শিল্পী বিনোদ রাঠোর। জুটি বাধছে নবাগত অভিনেতা রোহান গামামীর ও ব্রততী পাল। পরিচালক জয়দেব মন্ডল এর পরিচালনায় মুক্তি পাবে এই ছবি “দিশাহীন মন আমার”। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন পার্থসারথি চক্রবর্তী, দেবাশিষ গাঙ্গুলী,অভীক ভট্টাচার্য, রাজু মজুমদার এর মতো অভিনেতারা। আরো মুখ্য চরিত্রে ছবিতে অভিনয় করছেন শিশুশিল্পী ইউহান খান, অঙ্গীরা ভট্টাচার্য ও লাড্ডু।


পরিচালক জয়দেব মন্ডল জানান এটি পুরোপুরি একটি বাণিজ্যিক ছবি, যেখানে নতুন মুখ হিসাবে দর্শক দুজন হিরো হিরোইন উপহার পাবে।

স্কুল জীবনে অভি তার বাবা মাকে তার এক দুর্ঘটনায় হারানোর পর রাস্তায় মাউথঅর্গান বাজিয়ে দিন কাটাতে শুরু করে। এই সময় তার বন্ধুত্ব হয় অমৃতার সঙ্গে। অমৃতা একটি প্রতিষ্ঠিত বাড়ির ধনী লোকের মেয়ে। সময় যেতে থাকে, অন্যদিকে ধীরে ধীরে এই বন্ধুত্ব বাড়তে শুরু করে। অভি অমৃতাকে মাউথঅর্গানে গান বাজাতে শেখায় এবং অমৃতা তাকে পড়াশোনা শেখায়। কিন্তু এর কিছুদিন পরেই অমৃতা বাইরে চলে যায় পড়াশোনা করতে। কিন্তু সময় চলতে থাকে, অভিকে এক নিঃসন্তান বাবা মা নিজের ছেলে হিসাবে দত্তক নেয়।বড়ো হয়ে অভি এবং অমৃতা একই কলেজে অজান্তেই ভর্তি হয়। শুরু হয় গল্পের মূল প্লট! কোনদিকে যাবে অভি আর অমৃতার জীবন কাহিনী? দুজনার কি ছোটবেলার বন্ধুত্ব পূর্নতা পাবে? এই সবকিছু নিয়ে ছবি “দিশাহীন মন আমার”।

ছবির মিউজিকের দ্বায়িতে রয়েছেন বিনোদ রাঠোর। ছবির শ্যুটিং হয়েছে কলকাতার বাইরে। ইতিমধ্যে ছবির শ্যুটিং প্রায় শেষের পথে। ছবিটি মুক্তি পাবে “নটরাজ প্রোডাকশন ক্রিয়েশন” এর ব্যানারে প্রযোজক অভিজ্ঞান ভট্টাচার্যের প্রযোজনাতে। চলতি বছরে বড়ো পর্দায় মুক্তি পাবে এই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!