রাজ‍্যের মূখ‍্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ‍্যায় করোনা কালের সময় থেকেই যাবতীয় সরকারী ও স্বাস্থবিষয়ক সাহায‍্য স্থানীয় সরকারী অফিসে না গিয়ে, সাধারণ মানুষের দুয়ারেই এনেছেন যাবতীয় পরিসেবা। তাতে রাজ‍্যের মানুষ খুশী। বলাবাহুল‍্য মাননীয়ার এই “দুয়ারে সরকার” প্রকল্পটি সার্থক। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল –  দুয়ারে পরিসেবা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই পাওয়া যায়। ভারতের অন‍্য রাজ‍্যে বা পৃথিবীর অন‍্যকোন দেশে এই সুবিধা এখনো নেই। মাননীয়ার এই পরিকল্পনা ও অনুপ্রেরনা কে মাথায় রেখেই এবার আসতে চলেছে “দুয়ারে সিনেমা”।

বাংলা সিনেমার হাল আগের থেকে ভালো হলেও লাভের মূখ দেখতে বেশ বেগ পেতে হচ্ছে বাংলা সিনেমার প্রযোজকদের। হাতে গোনা কয়েকটি প্রথম সারির প্রযোজনা সংস্থা ছাড়া সেই ভাবে বানিজ‍্যিক সাফল্যের মূখ দেখতে কেউই পাচ্ছেন না। একদিকে OTT প্ল‍্যাটফর্মের দাপাদাপি অন‍্যদিকে রাজনৈতিক ষড়যন্ত্রে ফলে বেশকিছু প্রযোজক ও নায়ক নায়িকার ওপর ইডির নজর। তাই অনেকেই বাংলা সিনেমাতে বিনিয়োগ করার থেকে পিছিয়ে আছেন।

আজ কিছুক্ষন আগে কলকাতা বাংলা চলচ্চিত্রের অন‍্যতম প্রযোজক রানা সরকার তার সামাজিক মাধ‍্যমে প্রকাশ করলেন এই নতুন উদ্যোগের কথা। কিন্তু পোস্টার ছাড়া এখন বাকি সবটাই গোপন রেখেছেন। কি এই দুয়ারে সিনেমা? কি ভাবে বড় পর্রদার সিনেমা কে দুয়ারে আনা হবে? এবার দুয়ারে দুয়ারে বিক্রি হবে বাংলা নতুন সিনেমার টিকিট? এ নিয়ে এখন কল্পনার জাল বোনা শুরু হয়েছে নেটিজেনদের মধ‍্যে।