পৃথিবীতে সব থেকে মূল‍্যবান সম্পর্ক গুলির মধ‍্য অন‍্যতম হল সন্তানের সাথে মায়ের মায়ের সম্পর্ক। সন্তান যতই বড় হোক সে মায়ের কাছে “সেই” শিশুই থেকে যায়। মাতৃ স্নেহ আজীবন সন্তানের কাছে থাকে মৃত্যুঞ্জয় কবচের মত। জীবনে যত ঝড়, আপদ, বিপদ, রোগ-ব‍্যাধি আসুক না কেন এই মাতৃ স্নেহ সবকিছু থেকেই আমাদের আগলে রাখে। তাই “মা” শব্দটা ছোট হলেও তার কাছে এই গোটা পৃথিবীটাও অনেক ছোট। কিন্তু জন্মের সাথে মৃত্যুও চরম বাস্তব এবং পৃথিবীর অমোঘ নিয়ম আর এই নিয়মের বাইরে কেউ না।

মাতৃহারা হলেন বাংলার বিখ‍্যাত ও জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ‍্য। আজ কিছুক্ষন আগে তিনি সামাজিক মাধ‍্যমে নিজেই এ কথা জানান। আজ সকাল ৯-৩০ নাগাদ তার মা পরলোক গমন করেন।